জঞ্জাল সংগ্রহে ব্যাটারি চলিত গাড়ি’র উদ্বোধন

20190904_170048নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই মডেল টাউন হিসাবে স্বীকৃতি পেয়েছে হুগলি জেলার রিষড়া পৌরসভা। এই পৌরসভার কাণ্ডারী বিজয় সাগর মিশ্র’র নেতৃত্বে পৌরসভার সকল পৌরপ্রতিনিধি এবং কর্মীবৃন্দ সদা তত্‍পর তাদের শহরকে জঞ্জাল মুক্ত রাখতে। পরিবেশ রক্ষা করতে নানা ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছে এই পৌরসভা। পরিচ্ছন্ন এলাকা, নিকাশীর সুবন্দোবস্ত, প্লাস্টিকের ব্যবহার, পলিথিন ক্যারিব্যাগ বন্ধ করা ইত্যাদি বিষয়ে কড়া নজর দিচ্ছে এই পৌরসভা। প্রতিদিন প্রতিটি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করতে নানান ব্যবস্থা গ্রহণ করেছে রিষড়া পৌরসভা। পৌরসভার প্রতি ওয়ার্ডের প্রতিটিই বাড়ি থেকে ঠিক ভাবে প্রতিদিন জঞ্জাল অপসারণের জন্য আজ, ৪ সেপ্টেম্বর, ২০১৯, রিষড়া পৌরসভা উদ্বোধন করল ব্যাটারি চালিত ময়লা সংগ্রহের গাড়ি।

পরিবেশ বান্ধব এই গাড়ি পৌরসভার যে কোন ছোট গলির মধ্যে অবস্থিত বাড়িগুলি থেকে জঞ্জাল সংগ্রহ করতে সক্ষম হবে বলে জানালেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। তিনি বলেন আপাতত তাঁরা এই গাড়ি পরীক্ষামূলক ভাবে চালাবেন, এরপর প্রয়োজনে আরও বেশি সংখক এই ধরনের ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করবেন তাঁরা। পৌরপ্রধান নিজে এই গাড়িটি চালিয়ে তার শুভ উদ্বোধন করেন আজ। (নিজস্ব চিত্র)

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

doodhwala.jpg

0d21b-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

9a4f02_c22b1f22589e428f84758f157fb83212~mv2.jpg 9a4f02_63469582027148d3be5dbbc4f2dfa3c9~mv2.jpg

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading