উদার আকাশ ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৬ উদ্বোধন

20190831153730_IMG_6143-01.jpgনিজস্ব সংবাদদাতা: শনিবার পতাকা হাউসে ‘উদার আকাশ’ ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৬ উদ্বোধন করলেন পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার মোস্তাক হোসেন। উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ পত্রিকার বিশেষ সংখ্যাটি মোস্তাক হোসেন-এর হাতে তুলে দিলেন এদিন। উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের পক্ষ থেকে সমাজ কল্যাণে অফুরন্ত অবদানের জন্য মোস্তাক হোসেন-এর হাতে ‘দানবীর পুরস্কার’ তুলে দেওয়া হয়। ফারুক আহমেদ, মৌসুমী বিশ্বাস ও রাইসা নূর সম্পাদিত উদার আকাশ পত্রিকার ‘ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৬’ এই সংখ্যার বিশেষ বিষয় রাখা হয়েছে ‘সহাবস্থান ও সমন্বয়’। বাঙালির দুই মুখ্য সম্প্রদায়ের দুই প্রধান উৎসব ঈদ ও শারোদৎসবকে সামনে রেখে সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনের জয়গান গাওয়াই উদার আকাশের মূল লক্ষ্য। উল্লেখ্য, এই বিশেষ সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে দানবীর মাননীয় মোস্তাক হোসেন মহাশয়কে।

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

প্রতিটি সংখ্যার মতো এই সংখ্যায়ও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ-নিবন্ধ স্থান পেয়েছে। প্রতিষ্ঠিত দুই বাংলার কবি সুবোধ সরকার, গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, তরুণ মুখোপাধ্যায়, প্রদীপ মজুমদার, আবদুস শুকুর খান, প্রবীর ঘোষ রায়, শেখ সাদী মারজান, হীরক বন্দ্যোপাধ্যায়, এমি জান্নাত, অরূপ বন্দ্যোপাধ্যায়, আরফিনা, তাজিমুর রহমান সহ অনেক প্রতিভাবান কবির কবিতা প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। প্রতিষ্ঠিত গল্পকারের মধ্যে মোশারফ হোসেন, হারাধন চৌধুরী, সিদ্ধার্থ সিংহ, সৈয়দ রেজাউল করিম, সুখেন্দু বিকাশ মৈত্র, রাজকুমার সেখের পাশাপাশি তরুণ কবি ও গল্পকারের কবিতা ও গল্প এই পত্রিকাকে করে তুলেছে সর্বাঙ্গীণ সুন্দর।

সম্প্রতি দেশের দুর্দশা নিয়ে বিশিষ্ট ৪৯ জন বুদ্ধিজীবীর উদ্বেগ এবং এরই প্রতিক্রিয়ায় সংঘ পবিবার ঘনিষ্ঠ ৬২ জন তথাকথিত বুদ্ধিজীবীর তরজা নিয়ে এক সংক্ষিপ্ত অথচ মূল্যবান নিবন্ধ লিখেছেন অশোক মজুমদার।

9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5~mv2.jpg

বেশ কয়েকটি উল্লেখযোগ্য নিবন্ধ লিখেছেন নারায়ণ সূত্রধর, রাফিকুল ইসলাম, কালাম শেখ, মৌসুমী বিশ্বাস ও আসলিম সেখ প্রমুখ। উলেক্ষ্য, কলেজজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতিচর্চায় নিবেদিতপ্রাণ তরুণ সম্পাদক ফারুক আহমেদ। ধারাবাহিকভাবে তিনি নিভৃতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করে যাচ্ছেন কয়েক দশক ধরে।

9a4f02_00a69b3b44874c6cb3f9c764036b49da~mv2.jpg

9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1~mv2.jpg

9a4f02_c22b1f22589e428f84758f157fb83212~mv2.jpg

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: