স্বাধীনতা দিবসে পরিবেশ সচেতনতায় ডানকুনি আনন্দ নিকেতন

IMG-20190815-WA0005.jpgনিজস্ব সংবাদদাতা, হুগলিঃ বর্তমান সময়ের সবথেকে জ্বলন্ত যে সমস্যা গুলি সেগুলি রুখতে এবং সাধারণ জনগণদের সেই বিষয় গুলিতে সচেতন করে তুলতে হুগলি জেলার ডানকুনির স্বেচ্ছাসেবী সংঘটন আনন্দ নিকেতন ৭৩ তম স্বাধীনতা দিবসের সকালে ডানকুনি শহরের বুকে আয়োজন করেছিলো একটি সচেতনেতা পদযাত্রার । তাঁদের এই পদযাত্রা সম্পর্কে আনন্দ নিকেতনের পক্ষে সংঘটনের সভাপতি ডানকুনি পুরসভার উপ-পুরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় জানান, মূলতঃ আমাদের এই বিশ্বে যে বিষয়গুলি আমাদের জীবনের প্রতি পলে জড়িত  যেমন জল, বৃক্ষ প্রভৃতি নিয়ে এই সচেতনেতা পদযাত্রা।

তিনি বলেন জল সম্পদকে রক্ষা না করতে পারলে আমাদের আগামীর দিনগুলি ভয়াবহ, এছাড়াও পরিবেশকে বাঁচাতে আমাদের সবথেকে উপকারী বন্ধু হল গাছ, তাই বৃক্ষরোপণকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে আজ তাঁদের এই আয়োজন।

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

এদিন আনন্দ নিকেতনের পক্ষ থেকে ডানকুনি পুর এলাকার ডানকুনি হাউসিং, দুর্গাপুর রোডের আশেপাশে বৃক্ষ রোপণ করে পালন করা হয় স্বাধীনতা দিবস।9a4f02_00a69b3b44874c6cb3f9c764036b49da~mv2.jpg

দেবাশীষ বাবু আরও জানান তাঁর আগামী এক সপ্তাহ ধরে ডানকুনি এলাকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচী চালাবেন। এদিনের পদযাত্রায় আনন্দ নিকেতনের পক্ষ থেকে সাধারণ মানুষদের রাখী পরিয়ে স্বাধীনতা দিবসের সঙ্গে রাখীবন্ধন উত্‍সবও পালন করা হয়।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি আবাসিক সমিতির সম্পাদক রণজিত্‍ শর্মা, সাহিত্যিক প্রণব রায়, কবি রণজিত্‍ শর্মা, ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে মলয় বিশ্বাস সহ বিশিষ্ট মানুষজন।

(নিজস্ব চিত্র)

a243c-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

8f8ee-9a4f02_00a69b3b44874c6cb3f9c764036b49damv2

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

afc10-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

8032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

5ebd1-9a4f02_7f175010648e4a39ba2a18233b11142emv2

9a4f02_c22b1f22589e428f84758f157fb83212~mv2.jpg

%d bloggers like this: