দিনভর গণ অবস্থানে তৃণমূল কংগ্রেস

IMG-20190727.jpgসঞ্জয় মুখোপাধ্যায়ঃ রাজ্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির বিরুদ্ধে কালো টাকা ফিরিয়ে দেওয়া,  রাফাল দুর্নীতি ও উজালা কেলেঙ্কারির বিষয়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন। এই বিষয় নিয়ে গতকাল কলকাতার নিকটে মহেশতলার জিঞ্জিরা বাজার মোড়ে স্থানীয় বিধায়ক ও মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস এর নেতৃত্বে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত গণ অবস্থানের ডাক দেয় স্থানীয় তৃণমূল কগ্রেস। এদিনের অবস্থানে মহেশতলা পুরসভার সকল কাউন্সিলার সহ সকল ওয়ার্ডের সভাপতিগণ এবং জোন সভাপতি শুভাশীষ দাস  ও তাপস চক্রবর্তী উপস্থিত ছিলেন।(নিজস্ব চিত্র)

0d21b-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

9a4f02_00a69b3b44874c6cb3f9c764036b49da~mv2.jpg

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

8032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

9a4f02_c22b1f22589e428f84758f157fb83212~mv2.jpg

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

 

%d bloggers like this: