সঞ্জয় মুখার্জীঃ উত্তর কলকাতার ৪নং ওয়ার্ডের অন্তর্গত এম.আই.জি. হাউসিং এস্টেটের হাউসিং এস্টেট ইউনাইটেড ক্লাব ২ ডিসেম্বর আয়োজন করেছিল এক রক্তদান শিবিরের। শিবিরে স্থানীয় স্বেচ্ছা রক্তদাতাদের উত্সাহিত করতে এদিন একঝাঁক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিলেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন সাংসদ ঋতব্রত ব্যানার্জী, কলকাতা কর্পোরেশনের ১ নং বোরোর চেয়ারম্যান তরুণ সাহা, কলকাতা কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলার গৌতম হালদার, স্থানীয় ব্যক্তিত্ব সিদ্ধার্থ রায় (পপ), সমাজসেবী ডি. আশীষ, সারদা মিশনের বরুণ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরে ৬০ জন স্বেচ্ছা রক্তদাতা এদিন রক্ত দান করেন বলে আয়োজক সংস্থার পক্ষে জানান হয়। (ছবি সঞ্জয় মুখার্জী)