ভালোবাসার বন্ধনে দুই বাংলা

agarpara.jpgনিজস্ব সংবাদদাতাঃ এপার বাংলা ওপার বাংলা মধ্যে কাঁটাতার। যতই দুই বাংলার মাঝে রাজনৈতিক বাধা থাকুক না কেন, সংস্কৃতির ক্ষেত্রে আজও দুই বাংলা একসুরে একতারে বাঁধা। আজও দুই বাংলার সংস্কৃতিপ্রেমী জনগণ দুই বাংলার সংস্কৃতির মিলনে নীরবে নিভৃতে কাজ করে চলেছেন। এইরকম এক সংস্কৃতির মিলন ঘটতে চলেছে আগামী ৮ ডিসেম্বর উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মঞ্চে বিকাল ৫ টায়। দুই বাংলার শিল্পীদের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে আয়োজিত হতে চলছে ওপার বাংলার দর্শনার অনির্বাণ থিয়েটারের প্রযোজনা ‘জিষ্ণু যারা’। আয়োজক সংস্থা আগরপাড়া  কথামালার প্রযোজনা ছাড়াও থাকছে আমন্ত্রিত নাট্যদল মননের পরিবেশন। থাকবে বাচিক শিল্পী সৌমিত্র ঘোষের আবৃত্তি পরিবেশন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, বাংলাদেশের কেশবপুর ও রাজশাহী কলেজের মনোবিজ্ঞানের অধ্যাপক মোঃ কাউসার জামী, পানিহাটি পৌরসভার পুরপ্রধান স্বপন ঘোষ সহ কলকাতা পুর নিগমের ১ নং বোরোর সভাপতি তরুণ সাহা। দুই বাংলার শিল্পীদের মিলনের এই অনুষ্ঠানের মূল রূপকার হলেন সোমা সাহা।

Mdcd-Advt.jpg

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading