বয়স কোনও প্রতিবন্ধক নয় হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে

DSC0340.jpgনিজস্ব সংবাদদাতাঃ আপনি কী হাঁটুর সমস্যায় জর্জরিত? একদমই চলাচলে অক্ষম? আপনাদের জন্য চেন্নাই-এর অ্যাপেলো হাসপাতাল হাজির। তাদের মূল লক্ষ পাল্টাবেন কেন যখন প্রতিস্থাপনের সুন্দর ব্যবস্থা আছে। গত ২৪ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে অ্যাপেলো হাসপাতাল চেন্নাই এর পক্ষে আয়োজন করা হয়েছিল হাঁটু প্রতিস্থাপনের ওপর এক সাংবাদিক সম্মেলনে চেন্নাই অ্যাপেলো হাসপাতালের সিনিয়র কনসালটেণ্ট অর্থপেডিক সার্জেন ডঃ মদন মোহন রেড্ডি বিস্তারিত আলোচনা করেন এই বিষয়ে। ডঃ রেড্ডি জানান মাত্র একদিনেই সফলভাবে অপারেশনের পর রোগী সহজেই পরদিন হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবেন। তাঁর এই ব্যবস্থা কে বলছেন পর্শিয়াল নি রিপ্লেসমেন্ট। একটি হাঁটুর অপারেশনে সকল খরচ ধরে মোট খরচ ২ লক্ষ ৫৪ হাজার টাকা। ডঃ রেড্ডি আরও জানান খুব তাড়াতাড়িই তাঁরা কলকাতা অ্যাপেলো হাসপাতালে এই অপারেশন শুরু করতে চলেছেন।  ডঃ রেড্ডি বলেন মূলত অস্ট্রোআর্থারাইটিস রোগীদের ক্ষেত্রে এই অপারেশন ভালো কাজ করে। তিনি বলেন বয়স বা হাঁটুর অ্যাডভ্যান্স স্টেজ কোনটাই এই অপারেশনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় না। মূলত সচেতনতার অভাবেই আজ সারা ভারতে অধিকাংশ মানুষ হাঁটুর সমস্যায় জর্জরিত। তাদের কষ্ট লাঘব করতে বদ্ধ-পরিকর ডঃ রেড্ডি সহ অ্যাপেলো হাসপাতাল চেন্নাইয়ের সকলে। (ছবি স্বরূপম চক্রবর্তী)

%d