হাঁটু এবং হিপ রিপ্লেসমেন্টে শ্যালবি হাসপাতাল

সারা ভারতে ১৫ কোটিরও বেশি মানুষ আজ হাঁটুর সমস্যায় ভুগছেন, যার মধ্যে ৪ কোটি রোগীর দরকার পুরোপুরি হাঁটু পাল্টানো। মূলত পরিবারিক ও ভারতের মানুষদের জীবনযাত্রা আজ ভারতের মত বিশাল দেশে হাঁটুর রোগ এক অন্যতম সমস্যা। গত ২৪ নভেম্বর কলকাতার এক অভিজাত হোটেলে আমেদাবাদের শ্যালবি হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ম্যানেজিং ডিরেক্টর ডঃ বিক্রম আই শা এই তথ্য তুলে ধরে তাঁরা তাদের হাসপাতালে যে উপায়ে হাঁটু প্রতিস্থাপন করছেন তার বিস্তারিত বর্ণনা করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে হাসপাতলের পক্ষে হাজির করানো হয়েছিল সেইসকল রোগীদের যাঁরা এই হাসপাতাল থেকে নিজেদের হাঁটু অপারেশন করিয়ে আজ তাঁদের স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম। তিনি আরও জানান শেষ ২০ বছরে ভারতে জয়েন্ট রিপ্লেসমেণ্টের দুনিয়ায় ঘটে গেছে বৈপ্লবিক পরিবর্তন। ডঃ শা জানান হাঁটুর অপারেশনে তাদের হাসপাতালে সকল রোগীদেরর জন্য নানান রকম প্যাকেজের ব্যবস্থা রয়েছে। মাত্র ১.৫০ লাখ টাকায় যে কেউ এই অপারেশন করতে পারবেন। শুধুমাত্র হাঁটু নয় হিপ রিপ্লেসমেণ্টের ক্ষেত্রেও আমেদাবাদের শ্যালবি হাসপাতাল আজ সারা ভারত তথা বিদেশেও নিজেদের নাম উজ্জ্বল করেছে বলে জানান ডঃ জা পাচোরে। এদিনের সংবাদিক সম্মেলনে শ্যালবি হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতলের জেনারেল ম্যানেজার বিনয় ভার্মা সহ আরও বিশিষ্ট ডাক্তার বৃন্দ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading