কলকাতায় মিস ডিভা-মিস ইউনিভার্স ’১৮ অডিশন

কলকাতায় মিস ডিভা-মিস ইউনিভার্স ’১৮ অডিশন

সুন্দরী নারীদের আকর্ষণ চিরকালীন। তাদের সৌন্দর্য অনুপ্রেরণা দেয় সকলকে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতা। নারীর শারীরিক সৌন্দর্যের সঙ্গে তাদের ব্যক্তিত্ব, বুদ্ধি, সাহস, চতুরতা, মানসিকতা, সাধারণ জ্ঞান মূল্যায়ন করে যাচাই করা হয় শ্রেষ্ট সুন্দরীকে। প্রতিবছর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতাটি আরম্ভ হওয়ার আগে বিভিন্ন দেশের কাছে নির্বাচিত সুন্দরীর তালিকা চাওয়া হয়। আর এই কারণেই কলকাতার এক অভিজাত হোটেলে গত ১৫ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ইহামাহা ফ্যাশিনো মিস ডিভা-মিস ইউনিভার্স ২০১৮এর অডিশন। পূর্ব ভারতের মোট ৮০ জন সুন্দরী অংশ নেয় এবারের এই বাছাই পর্বে। এদের মধ্যে থেকে ৮ জন সুন্দরী ফাইনাল রাউন্ডের গ্রুমিং ও ট্রেনিং এর জন্য পারি জমাচ্ছেন মুম্বাইতে । সুন্দরীদের মেন্টর হিসেবে ছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী লারা দত্ত। ওনাকে সঙ্গে নিয়েই খোঁজ শুরু হয়েছে সেই মেয়েটির যার মধ্যে শুধু সৌন্দর্যই নয় আছে তার থেকেও বেশি কিছু এবং যার মধ্যে আছে বিশ্ব জয় করার আত্মা। মেন্টর লারা দত্ত জানলেন, “আমি দেশের পরবর্তী ইহামাহা ফ্যাশিনো মিস ডিভা ২০১৮ কে খুঁজে পাওয়ার এই উত্তেজনাপূর্ণ যাত্রা টি তে অংশগ্রহণ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।” সারা ভারতের মধ্যে ১০ টি শহরে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খোঁজ শুরু হয়েছে ২৪ জুন, ২০১৮ থেকে। যার মধ্যে রয়েছে লখনঊ, কলকাতা, ইন্দোর, হায়দ্রাবাদ, পুণে, আমেদাবাদ, বাঙ্গালোর, চণ্ডীগড় ও দিল্লী এবং এই অন্বেষণ শেষ হবে মুম্বাই এ।

কলকাতা পর্বের অডিশনে বিজয়িনীর মুকুট উঠল অঙ্কিতা ত্রিবেদীর মাথায়। এই অডিশনে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দর্শনা বণিক, মডেল মহম্মদ ইকবাল ও মিস সিকিম পিডেন অংমু নামগয়াল। ফাইনলে ওঠা ৮ জন প্রতিযোগিনী হলেন অঙ্কিতা ত্রিবেদী, আরতি চৌধুরী, মণিষা সিং, সুস্মিতা দাস, ডোনা বিশ্বাস, উর্বশী রায়, মণিষা সেন ও সোফিয়া আফরিন।

%d