কলকাতায় শুরু হতে চলেছে পর্যটনের সবথেকে বড় উত্সব, ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার ২০১৮ সংস্করণ। আগামী ৬ জুলাই, শুক্রবার শুভ সূচনা হতে চলেছে তিন দিনের এই বিশাল কর্মযজ্ঞের। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসতে চলেছে এই আসর। উল্লেখ্য এই মেলা এই বছরে ২৯ বর্ষে পদার্পণ করছে। পর্যটকদের আসন্ন পুজোর মরশুমে নানান জানা-অজানা পথের সন্ধান দিতে পশরা সাজিয়ে কলকাতায় হাজির হতে চলেছে দেশ বিদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী পর্যটন সংস্থাগুলি। এদের মধ্যে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন সহ বিভিন্ন রাজ্যের সরকারী পর্যটন সংস্থা ও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ বেশ কয়েকটি বিদেশী সরকারী পর্যটন। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির থাকবেন প্রায় চার শতাধিক বেসরকারি পর্যটন সংস্থা। তিনদিনের এই মেলা শেষ হবে ৮ জুলাই রবিবার।