পর্যটন মন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় একদমই খুশি নন রাজ্যের পর্যটন দপ্তরের ঢিমে তালে কাজের দরুন।তিনি সম্প্রতি কালিম্পংয়ের প্রশাসনিক বৈঠকে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব কে পরিষ্কার জানিয়ে দেন যেভাবে হেলে-দুলে পর্যটন দপ্তর এগোচ্ছে সেভাবে হেলেদুলে কাজ করলে হবে না। তিনি পর্যটন দপ্তরের কাজে একদমই খুশি নন তা এদিনের বৈঠকে বুঝিয়ে দেন। তিনি গভীর অসন্তোষ ব্যক্ত করেন উত্তরবঙ্গে পর্যটন দপ্তরের কাজে। মুখ্যমন্ত্রী গৌতম দেবকে পরামর্শ দেন সঠিক লোককে সঠিক কাজে ব্যবহার করতে। প্রসঙ্গত গাজলডোবা ও টাইগার হিলের পর্যটন প্রকল্প নিয়েও এদিন তাঁর গলায় ঝরে পড়ে ব্যাপক ক্ষোভ। তিনি আরও বলেন এখন পাহাড়ে প্রচুর পর্যটক আসছেন কিন্তু ভাল থাকার জাগার অভাবে তাদের নানা অসুবিধায় পড়তে হচ্ছে, বিশেষ করে কার্শিয়ং, মিরিক এই সমস্ত স্পটগুলিতে। তিনি কালিম্পং এর পর্যটনের উন্নতিতেও বিশেষ আশাবাদী তাও বুঝিয়ে দেন। তিনি যে পশ্চিমবঙ্গের পর্যটনকে এক বিশেষ মাত্রা দান করতে চান তা এদিন পরিষ্কার করে দেন। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই কড়া দাওয়াইতে এই রাজ্যের ঘুমিয়ে থাকা পর্যটন দপ্তর কতটা নড়ে-চড়ে বসে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading