মনে পড়ে সেই বিখ্যাত সিনেমাটি? “বম্বে টু গোয়া”। আমাদের সকলের মনে থাকারই কথা। আবার খবরের শিরোনামে বম্বে টু গোয়া। তবে এবার কোনও সিনেমা নয়। আগামীতে অতীতের বম্বে এখনকার মুম্বাই থেকে সমুদ্র পথে চালু হতে চলেছে বিলাসবহুল প্রমোদতরী সার্ভিস। অংগ্রিয়া নামের এই প্রমোদতরী সম্প্রতি সফলভাবে ট্রায়াল যাত্রা সম্পন্ন করে প্রস্তুত পর্যটকদের নিয়ে তার পথ চলা শুরু করতে। মুম্বাই পোর্ট ট্রাষ্ট ও সি ঈগল ক্রুজ প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই পরিষেবা প্রদান করতে চলেছে। জলপথে এই প্রমোদতরীতে মুম্বাই থেকে গোয়া যেতে মোট সময় লাগবে প্রায় ১৭ ঘণ্টা। জনপ্রতি ভাড়া ধার্য করা হয়েবছে ৭০০০ টাকা। এই ভাড়ার মধ্যে ধরা থাকছে খাবার, ক্রুজের ভাড়া, প্রমোদতরীর সুইমিং পুল ব্যবহার করার সুযোগ। ক্রুজের পেশাদারী স্টাফরা পুরো যাত্রাপথের ইতিহাস বর্ণনা করতে থাকবেন পর্যটকদের।
অংগ্রিয়া প্রমোদতরীর ডেকে থাকছে ৮ টি বিভিন্ন স্বাদের রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে রাউন্ড ডা ক্লক কফি শপ, বিনোদনের নানা ব্যবস্থা। একসাথে ৩৫০ জন যাত্রী বহনে সক্ষম প্রথম মারাঠি নেভি অ্যাডমিরাল কানহজি অংগ্রিয়ার নামাঙ্কিত এই প্রমোদতরী। আপনার যদি সমুদ্রে ভাসতে ভাসতে বিয়ের অনুষ্ঠান করতে চান তাহলে এই সুযোগ ও দিচ্ছে অংগ্রিয়া। তবে সারা বছর চালু থাকবে না এই পরিষেবা। বর্ষাকালে এটিকে মুম্বাইতে ভাসমান রেস্টুরেন্ট হিসাবে ব্যবহার করা হবে বলে মুম্বাই পোর্ট ট্রাষ্ট সুত্রের খবর।