২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারতকে চালকের আসনে পৌঁছে দিল শামীর দাপুটে বোলিং, উত্তেজনাপূর্ণ ম্যাচে শামীর বোলিং এ ভর করে ফাইনালে ভারত

ক্রীড়া সংবাদদাতা: অপেক্ষা আর একটি ম্যাচের। ইতিমধ্যেই এবারের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলার ছাড়পত্র যোগাড় করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১২ বছর আগে যে মাঠে বিশ্বকাপ উঠেছিল মহেন্দ্র সিং ধোনির হাতে সেই মাঠেই আজ রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। আজ মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রথম অর্ধ ছিল মেন ইন ব্লুদের দখলে। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমান গিলদের দাপুটে ব্যাটিং এ ভর করে ভারতের স্কোরবোর্ডে তখন ৪ উইকেটে ৩৯৭। জেতার লক্ষে একটাসময় ভারতীয় বোলারদের কোণঠাসা করে রীতিমত মাঠ শাসন করতে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটাররা।

কিন্তু মহম্মদ শামির কাছে হার মানতে বাধ্য হলো নিউজিল্যান্ড একথা বলাই যায়। ৪৮.৫ ওভারে ৩২৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ফলস্বরূপ চতুর্থবারের জন্য পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল ভারত। এর সঙ্গে টানা ১০ ম্যাচে জয় ও অপরাজিত থেকে এবারের বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। আজকের ম্যাচ ছিল উত্তেজন ভরা। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের জোড়া সেঞ্চুরীর সাহায্যে ভারতের ৩৯৭ রানের জবাবে শুধুমাত্র মহম্মদ শামীর আগুন স্পেলের কাছে হার স্বীকার করল এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল নিউজিল্যান্ড।

অপরদিকে মাত্র ৯.৫ ওভারে মাত্র ৫৭ রান দিয়ে ৭টি উইকেট দখল করে ভারতকে চালকের আসনে পৌঁছে দিল শামীর দাপুটে বোলিং। এর সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে মাত্র ১৭টি ইনিংসে হাফ সেঞ্চুরী অর্থাত্‍ ৫০ টি উইকেট দখল করে অনন্য নজির গড়লেন তিনি। অপরদিকে আজ মাষ্টার ব্লাস্টার সচিনকে ছড়িয়ে গেলেন বিরাট কোহলী, আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে তাঁর ৫০ তম শতরান করে।

২০১৯ বিশ্বকাপের আসরে সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে, আর আজকের জয়ের সঙ্গে সঙ্গে মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল সেই নিউজিল্যান্ডকে হারিয়ে। এখন সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের অপেক্ষা আগামী রবিবার শেষ হাসি কারা হাসেন সেটা দেখার।

%d bloggers like this: