অ্যামাজনের প্রসারে পশ্চিমবঙ্গ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আমার প্রিয় শহর কলকাতা। আমি প্রায় ২০ বারের ওপরে কলকাতায় এসেছি। এখানেই আমার কর্মজীবন শুরু। এভাবেই আজ ভারতের অন্যতম অনলাইন সেলিং প্ল্যাটফর্ম অ্যামাজনের কনজিউমার ইলেক্ট্রনিক বিভাগের ডিরেক্টর নিশান্ত সারদানা স্বাগত ভাষণ শুরু করেন অ্যামাজন এক্সপেরিয়েন্স এরিনা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৩ এর সাংবাদিক সম্মেলন।

তিনি বলেন, কলকাতায় অ্যামাজন এক্সপেরিয়েন্স এরিনা শেষ করতে পেরে তাঁর গর্বিত ও আনন্দিত। এর সঙ্গে সঙ্গে সারদানা জানান, কলকাতা কনজিউমার ইলেকট্রনিক্স এবং পার্সোনাল কম্পিউটিং বিভাগে অ্যামাজন এর ফলাফলে প্রথম ১০ এর মধ্যে জগ করে নিয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়, ভারতবর্ষে অনলাইন সেলিং প্ল্যাটফর্ম অ্যামাজনের প্রসারে পশ্চিমবঙ্গ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে।

এই মূহুর্তে পশ্চিমবঙ্গের প্রায় ৫৫,০০০ বিক্রেতা অ্যামাজনের মাধ্যমে তাঁদের পণ্য যেমন পোশাক, খেলার সামগ্রী, হোসিয়ারি আইটেম এবং অন্যান্য পণ্য সহ বিভিন্ন ধরণের পণ্য সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এর সঙ্গে সঙ্গে অ্যামাজনের পক্ষ থেকে এই রাজ্যের স্থানীয় দোকান, কারিগর, সহেলি ইত্যাদি ক্ষুদ্র ব্যবসায়ীয়দের জন্যও নানা সুবিধার ব্যবস্থা করেছেন তাঁদের পণ্যের বিপনেনর জন্য ই-কমার্সের মধ্য দিয়ে।

ছবি স্বরূপম

%d bloggers like this: