রোটেশনেই স্বপ্নপূরণ- কোহলি

সুগত মুখোপাধ্যায়:  জন্মদিন পালনের এর থেকে ভালো মঞ্চ আর কি হতে পারে? তাই অপরাজিত শতরান করে ডাগ আউটে ফিরেই কিং কোহলি জানিয় দিলেন, “ছোট থেকে প্রত্যেকেরই জন্মদিনে স্বপ্ন থাকে ভালো কিছু করা। ক্রিকেটের নন্দনকাননে এত দর্শকের সামনে শতরান করাটা তাই স্বপ্নপূরণ বলতে পারেন।”

মঞ্চ তৈরি ছিল আগে থেকেই। তাই ৩৫ তম জন্মদিনে ইডেনপ্রেমীদের রিটার্ন গিফট তুলে দেওয়ার শপথ নিয়েই নেমেছিলেন তিনি। শুধু রিটার্ন  গিফিট তুলে দেওয়া নয়, সচিনের ৪৯ তম শতরানের রেকর্ড জন্মদিনেই স্পর্শ করে ফেললেন কোহলি। তাই ৯৯ রানে ঢোকার আগে থেকেই মাঠে হাজির ৭০ হাজার দর্শকের মোবাইলের ফ্ল্যাশ  জ্বলছিল। একসপ্তাহ আগেই ইডেন জুড়ে আকাশ প্রদীপ জ্বলে উঠেছিল। আর তাই শতরান স্ট্যান্ডিং ওভেশন দিয়ে গোটা ইডেন গর্জে উঠল,হ্যাপি বার্থ ডে কোহলি। ১২১ বলে অপরাজিত শতরানের ইনিংসে কোন ওভার বাউন্ডারি না থাকলেও ছিল দশটি চার।

রোহিত ও শুভমন গিল ১০.৩ ওডারে ৯৩ রানে ফিরে যাওয়ার পর দলকে টানলেন কোহলি ও শ্রেয়স আয়ার জুটি। তৃতীয় উইকেটে দুজনে যোগ করলেন ১৩৪ রান। তাই রবিবাসরীয় ইডেনে স্বপ্নপূরণের রসায়ন জানতে চাইলে কোহলি বলেন, ‘ এশিয়া কাপ থেকেই এইভাবে খেলছিলাম। প্রথমে বল দ্রুত এলেও পরের দিকে স্লো হয়ে এসেছে। তাই খেলাটা সহজ ছিল না। ‘ সকালেই ছোটবেলার হিরোর কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছিলেন। হিরো সচিনের রেকর্ড স্পর্শ প্রসঙ্গে বলেন, ‘ছোটবেলাতে সচিনের খেলে আমি টিভিতে দেখতাম। সচিন আমার হিরো। সচিন,সচিন ই। তাই আমার কাছে এটা আবেগপ্রবণ মুহুর্ত। এইভাবেই দলের জন্য খেলে যেতে চাই। ‘ বিশ্বকাপের টেবিলে দুই নম্বর দলকে ২৪৩ রানে হারানো প্রসঙ্গে কোহলি বলেন, এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। তাই এটা একটা নতুন ম্যাচ ভেবেই খেলতে নেমেছিলাম। জন্মদিনে শতরান পাওয়াটা সকলেই স্বপ্ন দেখে। তাই শতরান করতে পেরে ভালোই লাগছে। ‘

বিরাট অপরাজিত ১০১ রান মাঠ ছাড়তেই সচিন টুইটে শুভেচ্ছা জানিয়ে বিরাটকে বলেন, ‘দুর্দান্ত খেলেছো বিরাট। এবছরের গোড়ায় ৪৯ থেকে ৫০ এ পৌঁছতে আমার লেগেছে ৩৬৫ দিন। তুমি আগামী কয়েকদিনের মধ্যে ৪৯ থেকে ৫০ এ পৌঁছে আমার রেকর্ড ভেঙে দাও। তোমাকে অনেক শুভেচ্ছা।” ৪৫২ ইনিংস খেলে সচিন একদিনের ক্রিকেটে ৪৯ শতরান পূর্ণ করেছিলেন। কোহলি মাত্র ২৭৭ ইনিংস খেলে স্পর্শ করলেন সচিনের শতরানের রেকর্ড। ২৮৯ ম্যাচে খেলতে নেমে ১১৯ বলে ৪৯ তম ওভারে শতরান উপহার দিলেন দেশবাসীকে।

সচিনের ট্যুইট প্রসঙ্গে বিরাট বলেন, “তেন্ডুলকরের ট্যুইট টা আমার কাছে সবসময়ই স্পেশাল। আমার কাছে আমার হিরোর রেকর্ড স্পর্শ করাটা বিশাল গর্বের। ওনার ব্যাটিংয়ের পারফেকশনের সঙ্গে আমার ব্যাটিংয়ের কোন তুলনাই চলে না। এটা একটা আবেগপ্রবণ মুহুর্ত। আমি ছোটবেলায় টিভিতে ওনার খেলা দেখে বেড়ে উঠেছি। তাই ওনার মত খেলোয়াড়ের কাছ থেকে অভিবাদন পাওয়াটা আমার কাছে বিশাল পাওনা।”

 

 

%d bloggers like this: