বাড়ির পিছনে কংক্রিটের পিচে লাগাতার প্র্যাকটিস করতো সহাসপুরের মোহাম্মদ শামি আহমেদ

কিশলয় মুখোপাধ্যায়: কিশোর ছেলেটি জোরে বল করছে ডালহৌসি ক্লাবে। ক্লাবের কোচ প্রতিভা বুঝতে পেরে টাউন ক্লাবের দেবব্রত দাসকে দেখান। তিনি দেখেই বুঝলেন এর প্রতিভা। প্রায় ২ বছর নিজের বাড়িতে রেখে গড়ে তুললেন সেই ছেলেটিকে। এই ছেলেটিই গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে রেকর্ডের খাতায় নাম লেখালেন। পুরনো বলে রিভার্স সুইং এ সিদ্ধহস্ত ছেলেটি হলেন মহম্মদ শামি আহমেদ। মহম্মদ শামি এখন একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে ভারতের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। ১৪ টি বিশ্বকাপ ম্যাচে ৪৫ জনকে আউট করেছেন। ঠিক তার পরেই ৪৪ উইকেট নিয়ে রয়েছেন জাহির খান ও জাভাগল শ্রীনাথ। রিভার্স সুইংটি রপ্ত করার পিছনে রয়েছে অনেক অনুশীলন তথা নিরন্তর সাধনা যার শুরুটা হয়েছিল উত্তরপ্রদেশের মোরদাবাদ কোচিং সেন্টারে। মোরদাবাদ কোচিং সেন্টার যখন বন্ধ থাকতো তখন কোচ বদরুদ্দিন সিদ্দিকির কাছ থেকে পুরনো বল চেয়ে নিয়ে বাড়ির পিছনে কংক্রিটের পিচে সারাদিন লাগাতার প্র্যাকটিস চলত।। মোরদাবাদ থেকে প্রায় ২৫ কিমি দূরে সহাসপুরে শামির জন্ম তথা বাড়ি। শামির বাবা তৌসিফ আলি শামি কে নিয়ে এলেন বদরুদ্দিন সিদ্দিকির কাছে। তিনিই প্রথম আবিস্কার করেন শামি কে। বদরুদ্দিন সিদ্দিকি দেখলেন এতো রত্ন। তাই প্রতিভা যাতে যথাযথ বিকশিত হতে পারে, কলকাতায় পঠিয়ে দিলেন। এরপর শামির রাজকীয় উত্থান।

গড়ে প্রায় ১৪০ কিমি প্রতি ঘন্টায় বোলিং স্পিড মহম্মদ শামির এই মুহু্র্তে কপিলদেবের পর দ্বিতীয় পেস বোলার হিসাবে সবচেয়ে বেশি বোল্ড উইকেট নেবার রেকর্ড রয়েছে। এ প্রসঙ্গে টাউন ক্লাবের কোচ দেবব্রত দাস বলেছেন বেশিরভাগ উইকেটই পেত বোল্ড করে। যাকে বলে ক্লিনবোল্ড।

টেস্ট অভিষেকেই শামি ৯ টি উইকেট নিয়েছিলেন। এটি একটি রেকর্ড। ২০২২ সালে জুলাই মাসে ভারতের মধ্যে সবচেয়ে দ্রুত ১৫০ টি উইকেট নিয়েছেন ৮০ টি ম্যাচে। ২০১৯ সালে দ্রুত ১০০ টি উইকেট নিয়েছেন। আর সেই বছরই ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিরদ্ধে ভূবনেশ্বর কুমারের পরিবর্তে নেমে করলেন হ্যাটট্রিক। ম্যাচে পেলেন মোট ৪ টি উইকেট। ১০ মার্চ ২০১৫ সালে নিউজল্যান্ডের হ্যামিলটনে সেডন পার্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম বিশ্বকাপ খেলেন। নিয়েছিলেন ৩ টি উইকেট।

গত বিশ্বকাপে হ্যাটট্রিক। এবারের বিশ্বকাপে দুর্ধর্ষ খেলছেন শামি। ৩ টি ম্যাচে ১৪ টি উইকেট নিলেন। ৪ তারপর ৫ আর ৫ উইকেট, যাকে বলে দুরন্ত পারফরম্যান্স। রবিবার ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে হাইভোল্টেজ ম্যাচে শামির আগুন-ঝরা বোলিং দেখার আশায় রয়েছে়ন আপামর ভারতবাসী।

%d bloggers like this: