নিজস্ব সংবাদদাতা: দশভুজা সম্মানের ৯ম সংস্করনের চুড়ান্ত পর্বের বিচারে কলকাতার পুজোগুলির মধ্যে সেরার সেরার শিরোপা জিতে নিলো দক্ষিণ কলকাতার রাজডাঙ্গা নব উদয় সংঘ। এইবছর এই সংঘের পুজোর থিম পরম পরা। সেরার সেরা দ্বিতীয় হিসেবে বিবেচিত হয়েছে উত্তর কলকাতার টালা প্রত্যয়। অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং আয়োজিত, দোকানিয়া নিবেদিত ও ব্লুজম কোচর অ্যারোমা ম্যাজিকের সহনিবেদনে দশভুজা সম্মানের ৯ম সংস্করনে কলকাতার মধ্যে সেরার সেরা তৃতীয় হয়েছে দমদম পার্ক তরুণ সংঘ।
সামাজিক দায়িত্ব পালনে সেরা পুজো নির্বাচিত হয়েছে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, ২০২৩এ দশভুজা সম্মানের কম বাজেটে সেরা পুজোর শিরোপা জিতে নিয়েছে লেকটাউন অধিবাসীবৃন্দের পুজো। সুকুমার রায়ের আবোল-তাবোলের শতবর্ষকে থিম করে দশভুজা সম্মানের ৯ম সংস্করনের নতুন উদ্যোগে সেরা পুজো নির্বাচিত হয়েছে হাতিবাগান নবীন পল্লী।
মহিলা পরিচালিত সেরা পুজো গল্ফগ্রীন শারদোত্সব কমিটি। সমগ্র কলকাতায় দশভুজা সম্মানের বিচারকদের বিচারে ঐতিহ্যপূর্ণ পুজোয় সেরা বিবেচিত হয়েছে সুরুচি সংঘের পুজো। গত বছর থেকে দশভুজা সম্মান পা রেখেছে কলকাতা সন্নিহিত জেলা হাওড়াতেও।
এই বছর হাওড়ার সেরার সেরা প্রথম ও সেরার সেরা দ্বিতীয় হয়েছে যথাক্রমে ব্যাটরা নবীন সংঘ এবং মধুসূদন দাস লেন সার্বজনীন। সকল জয়ী পুজো কমিটিদের আজ সপ্তমীর পুণ্য লগ্নে পুরস্কার তুলে দেওয়া হয়।