নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে তিলোত্তমার বুকে অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং আয়োজিত, দোকানিয়া নিবেদিত ও ব্লুজম কোচর অ্যারোমা ম্যাজিকের সহনিবেদনে দশভুজা সম্মানের ৯ম সংস্করনের চুড়ান্ত পর্বের বিচার পক্রিয়া। কলকাতা উত্তর-দক্ষিণ-সল্টলেক-হাওড়ার মধ্যে সর্বমোট ৩০০টি সর্বজনীন দুর্গাপুজোর মধ্যে প্রাথমিক পর্যায়ে বিচার করে চুড়ান্ত পর্বে মোট ১৫টি পুজোকে বেছে নেন দশভুজা সম্মানের ৯ম সংস্করনের প্রাথমিক পর্বের বিচারকমণ্ডলীগণ।
অবশেষে চুড়ান্ত পর্বের বিচার পর্বে এই ১৫ টি পুজোর মধ্যে সেরার সেরা নির্বাচন করতে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিগণ। দুইদিন ধরে চলা এই বিচার পর্বে বিচারকদের পুংখানুপুঙ্খ বিচার পক্রিয়ার মধ্যে দিয়ে এবার স্বীকৃত হতে চলেছে সেরার সেরা কোন কোন পুজোগুলো সেটার অপেক্ষায় এখন সকলে।
এই বছর অ্যাডলিঙ্কের দশভুজা সম্মানে পুরস্কারের তালিকাও নেহাত ছোট ছিল না। কলকাতার মধ্যে সেরার সেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। হাওড়ার সেরার সেরা প্রথম ও দ্বিতীয়। পুজোর সেরা ঐতিহ্যপূর্ণ সেরা বনেদি বাড়ির পুজো। নতুন উদ্যোগে সেরা পুজো। মহিলা পরিচালিত সেরা পুজো। কম বাজেটে সেরা পুজো এবং সামাজিক দায়িত্ব পালনে সেরা পুজো। দশভুজা সম্মানের ৯ম সংস্করণে মোট পুরস্কার মূল্য ঘোষিত হয়েছে এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা।
চুড়ান্ত পর্বের বিচার পক্রিয়ায় উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অভিনেত্রী ও লেখিকা শিল্পী চক্রবর্তী, অভিনেতা রাজীব বোস, নাট্য অভিনেতা ও শিল্পী দীপঙ্কর চক্রবর্তী, গ্ল্যামার জগতের মধুমিতা গুপ্তা সহ অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং এর কর্ণধার শান্তানুজ পোদ্দার, দোকানিয়া গ্রুপের পক্ষে লোকনাথ দোকানিয়া ও অমৃত দোকানিয়া, ব্লুজম কোচর অ্যারোমা ম্যাজিকের পক্ষে জয়ন্ত চক্রবর্তী, এবং সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তী।
এইমূহুর্তে সকল পুজো কমিটিহুলি শর্বরীর অপেক্ষায় চুড়ান্ত ফলাফলের।