এবারের পুজোয় অ্যারোমা ম্যাজিক ও দশভুজা সম্মানের অভিনব উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা: দশপ্রহরণধারিণীর আগমনে যখন সকল বঙ্গবাসী আনন্দে উদ্বেল সেই সময়ে এই সমাজের সেই মানুষগুলো যাঁরা প্রতিনিয়ত লড়াই করে চলেছে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে, যাঁরা শীত, গ্রীষ্ম, বর্ষায় কলকাতাবাসীর এখনও মসিহা সেই দরিদ্র রিক্সা চালকদের এই পুজোয় মুখে হাসি ফুটিয়ে তুলতে ব্লুজম কোচর অ্যারোমা ম্যাজিক দশভুজা সম্মানের সহযোগিতায় আগামী শীতের হাত থেকে রক্ষা করতে তুলে দেওয়া হলো উইন চিটার, যা তাঁদের রক্ষা করবে বর্ষার হাত থেকেও।

কলকাতা ও শহরতলির পুজো গুলোর মধ্যে সেরার সেরা পুজো বেছে নিতে আজ থেকে ৯ বছর আগে পথ চলা শুরু দশভুজা সম্মানের। যার মূল ব্যবস্থাপনায় অ্যাড লিঙ্ক। দশভুজা সম্মান এই মুহুর্তে রাজ্যের বুকে আলোড়ন ফেলে দেওয়া একটি পুরস্কার। শুধুমাত্র সেরা পুজোগুলোকে বেছে নিয়ে তাঁদের পুরস্কৃত করা কিন্তু দশভুজা সম্মানের মুখ্য উদ্দেশ্য নয়। সামাজিকতার নানা দৃষ্টান্ত তাঁরা স্থাপন করে নজির সৃষ্টি করে ফেলেছেন। সমাজের প্রান্তিক মানুষগুলোর জন্য এই বছর তাঁদের অনন্য নিদর্শন কলকাতার এখনও যে কজন টানা রিক্সাচালক রয়েছেন, তাদের হাতে এই উপহার তুলে দিলেন তাঁরা। আজকের এই মহতী উদ্যোগের সঙ্গী ছিলেন অ্যাড লিঙ্কের প্রধান কর্ণধার শান্তনুজ পোদ্দার, ব্লুজম কোচর অ্যারোমা ম্যাজিক পক্ষে জয়ন্ত চক্রবর্তী ও পার্থ কুন্ডু এবং সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তী।

ব্লুজম কোচর অ্যারোমা ম্যাজিকের পক্ষে জয়ন্ত চক্রবর্তী বলেন, তাঁরা প্রতিবছর সমাজের প্রান্তিক মানুষদের পাশে থাকেন, এ ছাড়াও তাঁরা সমাজের সেই সকল শিশুদের জন্যও প্রতিবছর উপহার তুলে দেন। সেই লিস্টে এই বছরের নবতম সংযোজন আজকের এই উপহার প্রদান।

অ্যাড লিঙ্কের কর্ণধার শান্তানুজ পোদ্দার জানান, দশভুজা সম্মান বিগত কয়েক বছর ধরেই হাজার পথদুর্গাদের হাতে বস্ত্র উপহার দিয়ে থাকে, এই বছরও তাঁর ব্যতিক্রম হবে না। এর সঙ্গে সঙ্গে নবতম অভিনব হচ্ছে আজকের কলকাতার টানা রিক্সাওয়ালাদের হাতে তুলে দেওয়া উপহার। তিনি আরও জানালেন আগামীকাল তাঁরা এই অ্যারোমা ম্যাজিকের সঙ্গেই যৌথ উদ্যোগে কলকাতার যৌন কর্মীদের এলাকার শিশুদের হাতে উপহার তুলে দিতে চলেছেন।

সংবাদ প্রতিখনের সম্পাদক বলেন, এমন এক মহতী উদ্যোগের সাক্ষী থাকতে পারাটাও গর্বের। দশভুজা সম্মান, অ্যাড লিঙ্ক এবং ব্লুজম কোচর অ্যারোমা ম্যাজিককে বিশেষ ধন্যবাদ বলে তিনিও জানান।

%d bloggers like this: