৬৯ রানে পরাজয় স্বীকার বিশ্বচ্যাম্পিয়ানদের

ক্রীড়া সংবাদদাতা:  সব বিভাগেই বাজিমাত করে আফগানিস্তান ৬৯ রানে হারালো বিশ্বচ্যাম্পিয়ানদের। আফগানদের বিশ্বকাপে দ্বিতীয় জয়। এর আগে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ব্যাটিং, বোলিং দু বিভাগেই দুর্ধর্ষ আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে গুরবাজ ও উইকেট কিপার খিল এর ৮০ ও ৫৮ রানের ওপর ভর করে  ৪৯.৫  ওভারে ১০ উইকেটে  ২৮৪  রান করে।

এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে  ৪০.৩ ওভারে সমস্ত উইকেট খুইয়ে যখন বিশ্ব-চ্যাম্পিয়ানরা ম্যাচ হারলো তখন স্কোরবোর্ডে  ২১৫ রান। ৩ টি করে উইকেট নেন মুজিবুর রহমান ও রশিদ খান। ১৬ বলে ২৮ রান ও ৫১ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মুজিবুর রহমান।

%d bloggers like this: