বিশ্বকাপের তৃতীয় দিন ভরা শুধুই রেকর্ডে

ক্রীড়া সংবাদদাতা: নতুন দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শক একাধিক রেকর্ডের সাক্ষী হয়ে রইল। এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড করলেন দক্ষিন আফ্রিকার অ্যাইডেন মার্করাম ৪৯ বলে ১০২ রান করে। এদিন নতুন দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচে তাঁর ৫৪ বলে ১০৬ রানের ঝড়ো ইনিংস সাজানো ছিল ৩টি ছয় আর ১৪টি ওভার বাউন্ডারির দ্বারা। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা টসে জিতে ফিল্ডিং নিলেও প্রোটিয়া বিগ্রেড ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড করল।

শুধু তাই নয়, কুইন্টন ডি কক, মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন যথাক্রমে  ১০০, ১০৬ ও ১০৮ রান করে একটি ইনিংসে তিনটি সেঞ্চুরির রেকর্ডও স্থাপন করল এদিন দক্ষিন আফ্রিকা। এই ৪২৮ রানে রয়েছে ১২টি ছয় ও ৪০টি বাউন্ডারি। এছাড়া বিশ্বকাপে  ২০০ টি ব্যাক্তিগত সেঞ্চুরি হল আজ। এটিও একটি রেকর্ড। সব কটি উইকেট খুইয়ে শ্রীলঙ্কার লড়াই থামে ৪৪.৫ ওভারে। তবে শ্রীলঙ্কাও ৩২৬ রান করে এই ফ্ল্যাট পিচে, দুটি ইনিংস মিলিয়ে উঠলো মোট ৭৫১ রান যে এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ। অপরদিকে হিমাচলপ্রদেশের ধর্মশালা বাংলাদেশ তাঁদের প্রতিপক্ষ আফগানিস্তানকে ৯২ নল বাকি থাকতেই ৬ উইকেটে পরাস্ত করে এবারের বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের যাত্রা শুরু করল।

 

%d bloggers like this: