প্রাথমিক বিদ্যালয়ে আবোল তাবোলের শতবর্ষ পূর্তি উদযাপন

অভিজিৎ হাজরা, হাওড়া: পৃথিবীর সর্বকালের সর্বদেশের অন্যতম শ্রেষ্ঠ ননসেন্স রাইমের গ্রন্থ হল সুকুমার রায়ের লেখা ‘ আবোল তাবোল’। ১৯২৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল রায় পরিবারের-ই প্রকাশনা সংস্থা ‘ ইউ রায় এন্ড সন্স’ থেকে। তারপর ১০০ বছর হয়ে গেল। বইটি এখনো শিশুদের কাছে সমান প্রিয়। অসংখ্যবার গ্রন্থটি মুদ্রিত হয়েছে কিন্তু বিক্রিতে ভাঁটা আসেনি কখনো। এর প্রতিটি ছড়া বা কবিতাই শিশুদের আব‌ৃত্তিযোগ্য। যুগ যুগ ধরে নানা প্রজন্মের  শিশু-কিশোর-কিশোরীরা এগুলি আবৃত্তি করে নির্মল আনন্দ পেয়ে আসছে। নি:সন্দেহে কালজয়ী শিশু-ছড়ার বই হল  ‘ আবোল তাবোল’ । সম্প্রতি এই বইয়ের শতবর্ষ পালন করল উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের আমতা ১ পঞ্চায়েত সমিতির অন্তগর্ত সিরাজবাটি চক্রের আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়।

সুকুমার রায়ের ছবিতে মাল্যদান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শিশুরা সুকুমার রায়ের কবিতা আবৃত্তি করে। ছিল ‘ বাবুরাম সাপুড়ে ‘ কবিতার আবৃত্তি প্রতিযোগিতা। প্রথম হয় প্রথম শ্রেণীর দেবাংশী পাল, দ্বিতীয় হয় তৃতীয় শ্রেণীর রূপ মালিক। সুকুমার রায় সম্পর্কে ছাত্র-ছাত্রীদের কাছে আলোকপাত করেন প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত ও সহশিক্ষক সৌমেন মন্ডল।

%d bloggers like this: