ওডিআই বিশ্বকাপে ১৫টি ক্যাচ নিয়ে রেকর্ড করলেন বিরাট কোহলি

কিশলয় মুখোপাধ্যায়: ১৯১৬ সালে প্রতিষ্ঠিত চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের স্পিনত্রয়ীর গুগলিতে আর বিরাট কোহলির ও লোকেশ রাহুলের অসাধারন ব্যাটিং ভারতকে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে জয় এনে দিল। যশপ্রীত বুমরার বলে স্লিপে বিরাট কোহলি দুর্দান্ত ক্যাচ নিয়ে রেকর্ড করলেন। এদিন তিনি এক দিবসীয় বিশ্বকাপে ১৫টি ক্যাচ নিয়ে অনিল কুম্বলেকে টপকালেন। কুম্বলের ঝুলিতে রয়েছে ১৪টি ক্যাচ। অপরদিকে অষ্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ওডিআই বিশ্বকাপে ১৯টি ইনিংস খেলে দ্রুততম ১০০০ রান করার রেকর্ড করলেন। রেকর্ড ছিল শচীন তেন্ডুলকার ও এবি ডিভলিয়ার্সের। তাঁরা ২০টি ইনিংসে হাজার রান করেছিলেন।

%d bloggers like this: