নিজস্ব সংবাদদাতা: গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক অনড়ম্বর অনুষ্ঠানে ২০২৩ এর বঙ্গ ক্লাসিক শারদ সম্মানের সূচনা করা হয়। এই শারদ সম্মানের পক্ষে মহাদেব চক্রবর্তী আমাদের জানান, এই প্রতিযোগিতার যাঁরা বিচারক থাকবেন তাঁরা শিল্প কলার সঙ্গে পরিবেশ রক্ষায় কিভাবে পুজোকমিটিগুলি নজর দিচ্ছে তাঁর ওপর বেশি নজর দেবেন।
মহাদেব বাবু বলেন, ইতিমধ্যেই কলকাতার পুজো গুলির মধ্যে ১০০০টি পুজো কমিটি থেকে তাঁর আবেদন পত্র পেয়েছেন এর থেকে বেছে নেওয়া হবে ১১টি পুজোকে সঙ্গে বিভিন্ন জেলার ২২ টি পুজোর মধ্যে বেছে নেওয়া হবে সেরা পুজোগুলিকে। তিনি জানান পুরস্কার হিসেবে থাকছে স্মারক, শংসাপত্রের সঙ্গে আর্থিক মূল্যও।এদিনের এই সাংবাদিক সম্মেলনে মহাদেব চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশীষ কুমার সহ বিশিষ্ট জনেরা।