তিরোধান দিবসে শ্রদ্ধা রামমোহনকে

নিজস্ব সংবাদদাতা, হুগলি: ভারত পথিক রাজা রামমোহন রায়ের ১৯১ তম প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালো হুগলি জেলার বৈদ্যবাটির স্বেচ্ছাসেবী সংগঠন উদয় স্থানীয় রামমোহন সরণীতে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা করা রাজা রামমোহন রায়ের মর্মর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে।

ভারত পথিকের প্রতি এদিন উদয়ের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতের এই মহান সমাজ সংস্কারককে শ্রদ্ধা জ্ঞাপন করেন বৈদ্যবাটি পৌরসভার ১৬ নং ওয়ার্ডের পুরোমাতা রাখী সাধুখাঁ, উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, উদয়ের কর্ণধান নীলু চক্রবর্তী সন সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরুপম চক্রবর্তী।

%d bloggers like this: