রিষড়াবাসীদের জন্য সুখবর আগামীতে নতুন ভাবে খুলতে চলেছে রিষড়া সেবাসদন, মিলবে নিখরচায় স্বাস্থ্য পরিষেবা

পথিক মিত্র: হুগলি জেলার শিল্পাঞ্চল বলে সম্যক খ্যাত রিষড়া পৌর এলাকা সহ আশেপাশের এলাকার জনগণের একসময়ের ভরসা রিষড়া সেবাসদন পুনরায় নতুন রূপে চালু হতে চলেছে। আজ রিষড়া পৌরসভার অন্তর্গত ২১ নং ওয়ার্ডে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সর্বসমক্ষে ঘোষণা করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং শ্রীরামপুর লোকসভার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের চেষ্টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময়ের হুগলি জেলার অন্যতম সেরা এই হাসপাতালটি পুনরায় চালু করতে প্রায় ৫ কোটি টাকা (৪ কোটি ৮৬ লক্ষ টাকা) অনুমোদন করার ফলে খুব তাড়াতাড়িই তাঁরা রিষড়ার এই হাসপাতাল রিষড়া সেবাসদনকে চালু করতে চলেছেন।

বিজয় বাবু আরও বলেন ইতিমধ্যেই এক কোটি টাকার মেডিক্যাল যন্ত্রপাতি ও সকল রকম ইনফ্রাস্ত্রাকচারের উন্নতির জন্য আড়াই কোটি টাকার ব্যবস্থাও করা হয়েছে। তিনি বলেন ৫০ বেডের অত্যাধুনিক হাসপাতাল হতে চলেছে রিষড়া সেবাসদন, এর সঙ্গে সঙ্গে তিনি এও ঘোষণা করেন নাগরিকগণ এই হাসপাতাল থেকে নিখরচয় স্বাস্থ্য পরিষেবা লাভ করবেন। তিনি জানান, রিষড়া পৌরসভার পরিচালন থেকে বাম বোর্ড সরে যাবার পর থেকেই এই হাসপাতালটি নিয়ে অচলাবস্থা দেখা দেয়, তাঁদের শত ইচ্ছা থাকা স্বত্তেও তাঁরা এই হাসপাতলটিকে জনগণের সেবার জন্য উন্মুক্ত করতে পারছিলেন না বেশ কিছু আইনি জটিলতার কারণে।

%d bloggers like this: