নিজস্ব সংবাদদাতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখলো কলকাতা প্রেস ক্লাব। এদিন বেলা ১২ টায় কলকাতা প্রেস ক্লাব আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ২৬ জন দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
মিশন বিদ্যাসাগর এর কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবে প্রতিষ্ঠিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস ও স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক কাজী গোলাম গাউস সিদ্দিকী, বর্তমান সহ সম্পাদক নিতাই মালাকার, প্ৰখ্যাত সংগীত শিল্পী কল্যাণ সেন বরাট, কবি ও গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায়, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, ফ্ল্যাগম্যান প্রিয়রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।