প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গল এফ সি-র

সুগত মুখোপাধ্যায়: ড্র দিয়ে দশম আইএসএলে যাত্রা শুরু লাল হলুদ ব্রিগেডের। সোমবার প্রথম ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গল এফ সি-র। সিভেরিওদের সহজ গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় এদিন কার্লেস কুয়াদ্রাতের দলকে।

এদিন ৪-৩-৩ ফর্মেশনে দল সাজান কোচ কার্লেস কুয়াদ্রাত। ডিফেন্সে পার্দোর সাথে শুরু করেন লাল হলুদ অধিনায়ক খাবরা। শুরু থেকে লাল লুদের খেলায় প্রাধান্য থাকলেও ৩৮ মিনিটে বোরহার ক্রস থেকে জাভিয়ের সিভেরিও জামশেদপুর গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ।

বিরতির আগে আরো দুটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ খাবড়ারা।৪২ মিনিটে মহেশের ক্রসে আবারও গোলকিপারকেও একা পেয়েও গোল করতে পারেননি ক্রেস্পো।

জামশেদপুরের গোলরক্ষক রেহেনাসের কাছে আটকে যায় লাল হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। কিন্তু গোলের রাস্তা খুঁজে পাননি খাবড়ারা- নাওরেমরা। পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন ক্লেইটন । তবে তিনিও জামশেদপুরের শক্তিশালী রক্ষণে আটকে পরেন।

অন্যদিকে প্রতিআক্রমণে গোলের সন্ধান করে জামশেদপুরের ফুটবলাররা। কিন্তু তারাও গোলের দ্বরজা খুলতে পারেননি। খেলার শেষ দিকে জামশেদপুর এফসির হাওকিপ একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন।
ম্যাচের অতিরিক্ত সময় জামশেদপুর এফসির এমিল বেনিকে লাল কার্ড দেখান রেফারি। যদিও পরের মুহূর্তেই নিজের সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান তিনি। তাই শেষপর্যন্ত ঘরের মাঠে এক পয়েন্ট নিয়েই আই এস এলে যাত্রা শুরু লাল হলুদ ব্রিগেডের।

 

%d bloggers like this: