বাংলা ভাষার পথিকৃৎ, বাংলা গদ্যের জনক, বাংলা ভাষাকে সারা বিশ্বের সামনে যে লৌহ কঠিন মানুষটি তুলে ধরে তত্কালীন সমাজকে সচেতন করতে এবং নারী শিক্ষা প্রসারে প্রধান ভূমিকা নেওয়া পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মবার্ষিকীতে ছন্দমালায় কলম ধরলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে কবি, সম্পাদিকা অন্তরা সিংহরায়