প্রকাশিত দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা

অন্তরা সিংহরায় :  কবি জয়ন্ত দত্ত সম্পাদিত স্বপ্নের করিডোরে পত্রিকার উদ্যোগে গবেষণা মূলক গ্রন্থ প্রকাশ পেল সম্প্রতি শিল্পাঞ্চল দুর্গাপুরে। দুর্গাপুরের  সাহিত্যের আদি ইতিহাস নিয়েই এই গ্রন্থ। আজ আর আমাদের মধ্যে নেই এমন অনেক প্রথিতযশা সাহিত্যিকদের পরিচয় সম্বলিত নানা সামাজিক চিত্রের মেলবন্ধন এই গ্রন্থটি। আধুনিক যুগ থেকে প্রাক আধুনিক যুগ ও আধুনিক যুগের আগের সাহিত্য সম্পর্কে এক মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে।

উপস্থিত ছিলেন দুর্গাপুরর শিল্প- সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরতি কুমার বসু, রণজিৎ গুহ, বিমান চট্টোপাধ্যায়, মোহিত গঙ্গোপাধ্যায়, কৃষ্ণ দেব, গিরীন্দ্রনাথ চাকী, সুকোমল ঘোষ সহ দুর্গাপুরের স্বনামধন্য শিল্পী সাহিত্যিক,সংগঠক এবং তাঁদের সাথে ছিলেন নতুন সাহিত্যিকরা। আগামী প্রজনমদের রাঢ় বাংলার এই শিল্পাঞ্চলের সাহিত্য ও শিল্প সম্পর্কে সম্যক ধারনা পাবে আগামী প্রজন্ম।

%d bloggers like this: