স্বাস্থ্য পরিষেবায় বিশেষ নজর হুগলির রিষড়া পৌরসভার

পথিক মিত্র, হুগলি: হুগলি জেলার রিষড়া পৌরসভা এমন এক পৌরসভা যে পৌরসভায় বসবাস করেন নানা ধর্মাবলম্বী, নানা ভাষাভাষীর মানুষ। এই পৌরসভার পৌরপ্রধান চান হুগলি জেলার স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে এই পৌরসভাকে আগামীতে সারা রাজ্যের মধ্যে সেরা হিসেবে পরিগণিত করতে। এই উদ্দেশ্যে এই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গড়ে উঠছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এর সঙ্গে সঙ্গে এই পৌরসভার নবনির্মিত মাতৃসদন হাসপাতালকে অত্যাধুনিক এক হাসপাতাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই পৌরসভা বদ্ধপরিকর।হুগলির রিষড়া পৌরসভা এলাকার ১২ নং ওয়ার্ডে এক সু-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত হয়ে এই পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন, তাঁরা অমিত্বের গৌরবে গৌরবান্বিত না হয়ে সকলের সঙ্গে মিলে সকলের জন্য কাজ করে যেতে চান।

তিনি বলেন, শুধুমাত্র ভোটের জন্য উন্নয়ন নয়, সারা বছর ধরেই মানুষ যাতে সুষ্ঠ পরিষেবা পেতে পারে সেই দিকে সদা জাগ্রত এই পৌরসভার সকল কর্মী সহ সকল পৌরপিতা ও পৌরমাতাগণ। তিনি এদিন আরও জানান, এই পৌরসভা পরিচালিত রিষড়া মাতৃসদন হাসপাতালে এই মূহুর্তে তাঁরা মাত্র ৮০০ টাকার বিনিময়ে ২৪ ঘণ্টা ডায়লোসিস এর সুবিধা প্রদান করছেন, এর সঙ্গে সঙ্গে ২৪ ঘণ্টা যে কোনও রকমের রক্ত পরীক্ষার ব্যবস্থাও শুরু করা হয়েছে, এ ছাড়াও যে সকল বরিষ্ঠ নাগরিকগণ মাতৃসদন হাসপাতালে এসে রক্ত পরীক্ষা করতে অক্ষম, তাঁদের জন্য বাড়ি থেকে রক্ত সংগ্রহের ব্যবস্থা করছে এই পৌরসভা  এর সঙ্গে সঙ্গে তিনি সকল পৌর নাগরিকদের আহ্বান জানান, এই সময় জ্বর হলে অবহেলা না করে রক্ত পরীক্ষা করাতে, যে পরীক্ষা তাঁরা মাতৃসদন হাসপাতালে সম্পুর্ন বিনামূল্যে করতে সক্ষম হবেন। এর সঙ্গে সঙ্গে তিনি জানান রিষড়া পৌরসভা ডেঙ্গু রোগীদের ৫০ শতাংশ কম খরচে চিকিত্‍সা করাচ্ছেন।

বিজয় বাবু বলেন, আজকাল স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তির রোগীদের এক একজন ক্লায়েণ্ট হিসেবে ভাবেন। তিনি বলেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের রোগীদের তাঁদের পরিবারের সদস্য হিসেবে পরিষেবা দেওয়াই আসল লক্ষ্য হয় উচিত। ইতিমধ্যেই এই পৌরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালে গড়ে উঠতে চলেছে মডুইওলার অপারেশন থিয়েটার বলে বিজয় সাগর মিশ্র এদিন জানান। তিনি আরও জানান আগামীতে এই পৌরসভা চালু করতে চলেছে একটি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স। যে অ্যাম্বুলেন্সের পরিষেবা পাবে সাধারণ মানুষ নামমাত্র মূল্যের বিনিময়ে। এর সঙ্গে সঙ্গে আগামীতে এই পৌরসভা চালু করতে চলেচ্গে মেডিক্যাল ব্যাংক, ফুড ব্যাংকের মত নানান জন পরিষেবা।

বিজয় বাবু সকলের কাছে আবেদন রাখেন, পৌরসভা নাগরিকদের সেবায় যে সকল কাজ করে চলেছে ও করতে চলেছে সেই সকল কাজের সঙ্গে একাত্ম হয়ে পৌরসভার সঙ্গে থাকতে। তিনি বলেন “আমাদের নয় আমাদের কাজকে ভালবাসুন”। বিজয় বাবু বলেন, আমরা পৌরসভার নাগরিকদের সুষ্ঠ পরিষেবা প্রদান করতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই হুগলি জেলার বিভিন্ন প্রান্তের আলোচনার কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু রিষড়া পৌরসভা পরিচালিত রিষড়া মাতৃসদন হাসপাতাল।

%d bloggers like this: