অভিজিৎ হাজরা, হাওড়া : বন্যপ্রাণী সংরক্ষণ সচেতনতা নিয়ে এত প্রচারের পরেও জনমানসে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন সময় বাঘের ভয়ের গুজব, শিক্ষিত মানুষের কাছে বন্যপ্রাণী সম্পর্কে সম্পুর্ণ তথ্য না থাকায়, তাদের মধ্যে একই ভাবে এই গুজব ছড়িয়ে পড়ছে। সম্প্রতি কালে জগৎবল্লভপুরে বাঘরোল দেখে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ছিল গোটা এলাকা জুড়ে। তাই’ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ‘ এবং শোভারানী মেমোরিয়াল কলেজের নেচার ক্লাব ‘প্রকৃতিবীক্ষণ’, জুলজি ডিপার্টমেন্ট এবং IQAC র যৌথ উদ্যোগে, জগৎবল্লভপুর শোভারানি কলেজের ছাত্র-ছাত্রী অধ্যাপক ও শিক্ষাকর্মীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল।
বিশেষজ্ঞ হিসেবে এই কর্মশালাতে উপস্থিত থেকে বিশিষ্ট বাঘরোল সংরক্ষক গবেষক তীয়াসা আঢ্য নিজে হাতে ছাত্র-ছাত্রীদের হাতে কলমে শেখালেন বাঘরোল সংরক্ষণ করতে গেলে ক্যামেরা ট্রাপ কী ভাবে লাগাতে হয়। গোপনে কী ভাবে বন্যপ্রাণীদের মানসিকতা, গতিবিধি স্টাডি করা সম্ভব ক্যামেরা ট্রাপের মাধ্যমে। সেটাকেই অস্ত্র করে কী ভাবে এলাকার পড়শি বন্যপ্রাণী দের চেনা সম্ভব। সেই প্রশিক্ষণ দেওয়া হলো কলেজ পড়ুয়াদের।