নিজস্ব সংবাদদাতা: নভেম্বরে মুক্তি পেতে চলেছে শ্যামল বোস অভিনীত ও পরিচালিত সিনেমা পরিণতি। অভিনেতা ও পরিচালক শ্যামল বোসের কাহিনীতে বর্তমান সময়ের এক বাস্তব চিত্র এই পরিণতি। অভিনয়ে আছেন শ্যামল বোস, সুদীপ মুখার্জী, সুপ্রিয়া দত্ত, সঙ্গীতা দাস, বুনাই দাস, দীপ চ্যাটার্জী সহ আরও অনেকে। ছবিতে নিজের অভিনয়ের গুণে ইতিমধ্যেই অভিনেতা-পরিচালক শ্যামল বোসের ঝুলিতে এসে গেছে বেশ কিছু আন্তর্জাতিক সেরা অভিনেতার পুরস্কার।
ছবির গল্প মোটামুটি এই রকম, হরিপ্রসাদ একজন অতি চালক চতুর মানুষ, যে বিভিন্ন মানুষকে ঠকিয়ে তার জীবন চলে। এক–সে এই প্রতারণার কোজকে ছোট মনে করে না, তার কাছে এই চিটিংবাজি করাটাও যথেষ্ঠ যোগ্যতার কাজ মনে হয়| তার ছেলে দীপ ও বাবার পথ অবলম্বন করে। হরিপ্রসাদের স্ত্রী এই সব কাজের প্রতিবাদ করলে, হরিপ্রসাদ তাকে আত্মহত্যা করার প্ররোচনা দেয়, এবং সে তাই করে| হরিপ্রসাদ আস্তে আস্তে অনেক মানুষকে তার প্রতারণার জালে জড়িয়ে নেয়। তাকে আইনগত ভাবে সাহায্য করে এ্যাডভোকেট সুদীপ।
এ্যাডভোকেট সুদীপ নানা আইনী জটিলতা থেকে হরিপ্রসাদকে বাঁচায়, কিন্তু শেষে হরিপ্রসাদ তার ছেলে দীপকেও হত্যা করে। বাকিটা জানতে অপেক্ষা করতে হবে আগামী নভেম্বর অবধি।