প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে ‘ দুয়ারে সরকার ‘ শিবিরে উপচে পড়ল ভিড়

অভিজিৎ হাজরা, হাওড়া : প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে আমতা ১ নং ব্লকের বসন্তপুর অঞ্চলে অনুষ্ঠিত হল ‘ দুয়ারে সরকার’  শিবির। পরিষেবা নিতে প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে শিবিরে ছিল উপচে পড়া ভিড়। শাসক দলের পক্ষ থেকে করা হয়েছিল সহায়তা শিবির। বসন্তপুর গ্ৰাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে  ‘ দুয়ারে সরকার ‘ শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবির শুরু হয় সকাল ১০ টা থেকে।

রাজ্য সরকারের ৩৫ টি প্রকল্পের পরিষেবা ছিল শিবিরে। বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শৈল পাত্র বলেন, ‘ পশ্চিমবঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত ও রাজ্যের সর্বাধিক মানুষের কাছে সরকারি পরিষেবা প্রদানের অনন্য কর্মসূচি  ‘ দুয়ারে সরকার ‘।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ৩৫ টি পরিষেবা নিয়ে ১ লা সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হয়েছে ‘ দুয়ারে সরকার ‘ শিবির। এবার এটি ৭ ম পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। এখন ও পর্যন্ত ৬ টি পর্যায়ে রাজ্যে ৪.৬৬ লক্ষ শিবির সংগঠিত হয়েছে।৭.২০ কোটি মানুষ এর পরিষেবা পেয়েছে। এদিনের এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading