সংস্কৃতি দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, হুগলি: সারা রাজ্যের সঙ্গে হুগলি জেলার রিষড়াতেও সাড়ম্বরে পালন করা হলো সংস্কৃতি দিবস। রাখী বন্ধনের পবিত্র দিনে রিষড়া পৌরসভার উদ্যোগে নবরূপে সেজে ওঠা রিষড়া রবীন্দ্রভবনে কবিগুরুর মর্মর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। এরপর বিজয় সাগর মিশ্র’র নেতৃত্বে পথ চলতি মানুষদের রাখী পরিয়ে সংস্কৃতি দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়।

রাখী বন্ধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন রিষড়া পৌরসভার আহ্বানে রিষড়া শহরের  অধিকাংশ সাংস্কৃতিক সংগঠনগুলি উপস্থিত হয়ে পালন করে সংস্কৃতি দিবস।

 

স্বাগত ভাষণে পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এদিন ঘোষণা করেন আগামী সেপ্টেম্বর মাস থেকে রিষড়ার সংস্কৃতির প্রধান কেন্দ্র রবীন্দ্র ভবণে অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভা এলাকার সুধী নাগরিকবৃন্দ ও ওই পৌরসভার সকল পৌর সদস্যগন এবং পৌর কর্মচারীবৃন্দ।

 

এদিন সকালে ওপর এক অনুষ্ঠানে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউ এর নেতৃত্বে পালন করা হয় রাখী বন্ধন উৎসব।

%d bloggers like this: