এবার বেছে নেওয়া হবে সেরা বনেদি বাড়ির পুজো

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিগত ৮ বছর ধরে তিলোত্তমা কলকাতার শারোদৎসবকে কেন্দ্র করে সেরা পুজোগুলিকে নিরপেক্ষভাবে বেছে নিয়ে সুনামের সঙ্গে নবম বর্ষে পর্দাপন করতে চলেছে দশভুজা সম্মান। আজ কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিগত ২০২২ এর দশভুজা সম্মানের সেরার সেরা পুজোগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সেই সঙ্গে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করা হয় ২০২৩ দশভুজা সম্মানের। এই অনুষ্ঠানের মূল কর্ণধার শান্তানুজ পোদ্দার এদিন জানান, ২০২৩ দশভুজা সম্মান যুক্ত হচ্ছে সেরা বনেদি বাড়ির পুজো। এই বিভাগে বেছে নেওয়া হবে সেরা বনেদি বাড়ির পুজোকে।

 

আজকের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অভিনেত্রী ও লেখিকা শিল্পী চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ও সঞ্চালিকা সুকল্পা সরকার।

%d bloggers like this: