নিজস্ব সংবাদদাতা, হুগলি: গত ১৫ই জুলাই ‘২৩ সন্ধ্যায় হুগলি জেলার বৈদ্যবাটির স্বজনবন্ধুর পরিচালানায় ‘গানে-মনে-প্রাণে সুর-জাদুর-টানে’- রবীন্দ্র নাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্মৃতি চারনায় বৈদ্যবাটি শশাঙ্ক বসু ভবনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।
অব্যর্থ রবীন্দ্রনাথ সময়োপযোগী নজরুল শীর্ষক এই সান্ধ্য অনুষ্ঠানটি কবিগুরু ও নজরুলের গান, কবিতার মালায় সাজিয়ে তোলা হয়েছিল। বৈদ্যবাটি স্বজনবন্ধুর পরিচালনায় এই অনুষ্ঠানে স্বজনবন্ধুর পক্ষ থেকে কয়েকজন স্থানীয় গুণী মানুষকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয় এদিন।