সুফল তর্কালঙ্কার: শহরের শান্তি রক্ষায় সদা সচেষ্ট যে মানুষগুলি, অর্থাত্ যাঁদের পোশাকী নাম পুলিশ। আমরা কি একবারও ভাবি তাঁদের প্রাত্যহিক জীবনের কথা? এছাড়া আমরা কি কখনও ভেবেছি এই মানুষগুলিরও স্বাভাবিক জীবন আছে, এদেরও সংসার আছে, এরাও আমাদের মত মানুষ। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে পুলিশদের আমরা সদাই অন্য কিছু ভেবে থাকি। আসলে আমাদের সমাজে সবসময় একটা দূরত্ব তৈরি করে দেওয়া হয়ে থাকে। আমরা একবারও ভাবি না আমাদের মধ্যে এই পুলিশ নামক উর্দিধারী মানুষগুলি না থাকলে আমরা কি নিশ্চিন্ত-নিরাপদে বসবাস করতে পারতাম? পারতাম না। আর এই আমাদের মত সাধারণ মানুষদের রক্ষা করতে গিয়ে অথবা আইনের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দায়িত্ব-কর্তব্য পালনে সদা তত্পর এই মানুষগুলি নিজেরাও নানা পরিস্থিতির স্বীকার হন।
আমাদের দেশের অন্যতম প্রধান ও সেরা আমাদের রাজ্যের কলকাতা পুলিশ। যে কলকাতা পুলিশকে তুলনা করা হয় স্কটল্যান্ড ইয়ার্ড এর সঙ্গে। এই কলকাতা পুলিশদের জন্য কলকাতায় রয়েছে শতাব্দী প্রাচীন কলকাতা পুলিশ ক্লাব। যে ক্লাবের কাজ শুধুমাত্র নিজেদের মধ্যে বিনোদনে মেতে ওঠা নয়।
নানা সামাজিকও কর্মকাণ্ড ছাড়াও সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণে রেখে এই ক্লাব সারা বছর ধরেই সংঘটিত করে থাকে নানা সামাজিক সচেতনতা মূলক অনুষ্ঠান।
এর সঙ্গে সঙ্গে এই কলকাতা পুলিশ ক্লাব তাঁদের সদস্যদের নানা অসুবিধায় তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করে সর্বদা। সম্প্রতি কলকাতা পুলিশ ক্লাবের উদ্যোগে ও এই ক্লাবের বর্তমান সম্পাদক কলকাতা পুলিশের এসিপি মহাদেব চক্রবর্তীর ব্যবস্থাপনায় কলকাতার বুকে নতুন মুকুট ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজন করেছিল গান ভালোবাসার গান শীর্ষক মনোজ্ঞ এক সঙ্গীত সন্ধ্যার।
মূলত, কলকাতা পুলিশের সেই সকল সদস্যদের যাঁরা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তাঁদের চিকিত্সায় সাহায্য করতেই এই ধরনের অনুষ্ঠান তাঁরা বিগত দুই বছর ধরে করে আসছেন বলে জানান কলকাতা পুলিশ ক্লাবের বর্তমান সম্পাদক এসিপি মহাদেব চক্রবর্তী। এদিনের সঙ্গীত সন্ধ্যায় কলকাতা পুলিশ ক্লাব তাঁদের দুইজন সদস্য যাঁরা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তাঁদের চিকিত্সার খরচের জন্য তাঁদের আর্থিক সাহায্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল বলেন, কলকাতা পুলিশ ক্লাব তাঁদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য বজায় রেখে বর্তমানেও নানা সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করে রেখেছে। তিনি আরও আশা প্রকাশ করেন এই ক্লাব আগামীতে আরও বৃহত্ ভাবে সামাজিকতার নানা কাজে নিজেদের নিয়োজিত করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংসদ মালা রায় বলেন, নাগরিকদের সুরক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিসের সকলে তাঁদের সহকর্মীদের সঙ্গে একাত্ম হয়ে থাকতে সচেষ্ট। তিনি সাধুবাদ জানান কলকাতা পুলিস ক্লাবের সকলকে এই ভাবে অনুষ্ঠান করে তাঁদের দুরারোগ্য ব্যাধিতে ভোগা সহকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য।
কলকাতা পুলিশ ক্ম্লাবের আয়োজনে গান ভালোবাসার গান শীর্ষক এই সঙ্গীত সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়, পৌষালী ব্যানার্জী ও বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু। সমস্ত অনুষ্ঠানের সঞ্চালন ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়।