“প্রতিবিম্ব”

সুমিত দাঁ: রবীন্দ্রনাথ আমাদের সমাধিস্থ জীবনের জাগরণ। রবীন্দ্রনাথ আমাদের আত্মায় মিশে থাকা এক বিস্ময়। রবীন্দ্রনাথ এক নাম। যে নামে স্তম্ভিত বিশ্ব চরাচর। এ এক অদ্ভূত সৃষ্টি বিধাতার। যাঁর মন-আত্মায় জমে থাকা দুঃখের ঝড় নেভাতে পারেনি বাতি, সেই রবীন্দ্রনাথকে নিয়েই আমার আজকের নিবেদন:

“প্রতিবিম্ব”

রবীন্দ্রনাথ প্রতিবিম্ব ফলকে আটকে থাকা এক নির্বান

মুক্তির অভেদ্য অন্ধকারে ঝলসে ওঠা এক ঝলক জীবন্ত রোদ্দুর।

কতটুকু জেনেছি, কতটুকু চিনেছি তার ব্যপ্তিময় আকাশ তবুও-

তল-অতলের বিভাজিকা ভাঙতে ভাঙতে

থৈ-থৈ জলডুবে করি যে ঝিনুকের সন্ধান

আমিও একদিন এই মহাবিশ্বের যাত্রী হব

এই পৃথিবীর মায়াটান ছেড়ে চলে যেতে যেতে

যদি কোনদিন-যদি কোনদিন দেখা হয়

নিলীয়মান ছায়াপথে

তাহলে শুধোব তাকে- কোথা পেলে তুমি-হে-মৌনী-তাপস

সৃজিত স্বপ্নের বর্ধিষ্ণু সময়?

জানি আমি! তুমি যে অনন্ত অসীম। তাই-

সময়ের কাছে জমা রেখে গেলে

তোমার এই দীর্ঘ পরবাস।

 

 

%d bloggers like this: