পথিক মিত্র : বাংলা আমার প্রাণ, আমরা গর্বিত আমাদের মাতৃভাষা বাংলা বলে। কিন্তু সেই আমরাই আজ আমাদের মাতৃভাষার যে বিপুল সম্পদ টা ভুলে গিয়ে বেশি করে আকৃষ্ট হয়ে পড়ছি অন্য ভাষার কৃষ্টিকে আপন করে নিতে। যদিও আমাদের মধ্যে এর ব্যাতিক্রমও লক্ষণীয়।
আমাদের সমাজে এখনও বেশ কিছু মানুষ আছেন যাঁরা নিজেদের মাতৃভাষাকে নিয়ে গর্ব অনুভব করেন এবং রীতিমত মাতৃভাষার চর্চা করে চ্যলেছেন অবিরত এবং আগামী প্রজন্মদেরও এই বিষয়ে সচেতন ও শিক্ষিত করে চলেছেন নিরবিচ্ছিন্ন ভাবে।
এমনি একজন হুগলি জেলার রিষড়ার মানুষ বাচিক শিল্পী রূপম বসু। যিনি নিজে শিশুকাল থেকে এই শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছেন। সম্প্রতি তাঁর বাচিক চর্চা কেন্দ্র আবৃত্তির আলোকের ২১ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছেল এক মনোজ্ঞপ শ্রুতিমধুর আবৃত্তির অনুষ্ঠান হুগলির শ্রীরামপুর কিশোরীলাল গোস্বামী (টাউন হল) ভবনে।
ভাবতে অবাক লাগে আজকের দিনেও শুধুমাত্র আবৃত্তির অনুষ্ঠান উপলক্ষে সাধারণ মানুষের উপস্থিতির হারই বলে দেয় আমাদের বঙ্গ সংস্কৃতি কতটা উন্নত। বিশেষ করে যদি এই সংস্কৃতিকে সঠিকরূপে জনসমক্ষে তুলে ধরা যায়। আর ওই অনুষ্ঠানে সুনিপুনভাবে এই কাজটাই করেছেন রূপম বসুর অধিনায়কত্বে তাঁর সংগঠনের সকল কুশীলবরা।
ভাল লাগে রূপম বসুদের মত মানুষেরা এমন অনুষ্ঠানে সমাজের সেইসকল মানুষগুলিকে সাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এবং তাঁদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেন।