অরুণিমা রায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরের সাংস্কৃতিক সংগঠন শ্রীসঙ্গীতম দুর্গাপুর চিলড্রেনস আকাদেমিতে পঞ্চকবিকে শ্রদ্ধা জানতে আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন ও লালন ফকিরকে এক মঞ্চে শ্রদ্ধা জানানোর এই কাজটি নিরবিচ্ছিন্ন ভাবে আট বছর যাবত্ করে চলেছেন শ্রীসঙ্গীতমের প্রতিষ্ঠাতা গৌতম দাস।
এদিনের ছয় ঘন্টার এই অনুষ্ঠান প্রায় শতাধিক শিল্পীর সক্রিয় অংশগ্রহণে এক সাংস্কৃতিক মিলন উত্সবে পরিণত হয়ে উঠেছিল। উপস্থিত ছিলেন কবি অন্তরা সিংহরায়, শ্যামলী দত্ত প্রামানিক, জয়ন্ত চৌধুরী, প্রবীণ মিশ্রা সহ বহু শিশু ও বিভিন্ন বয়সের শিল্পীরা।