রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান

নিজস্ব সংবাদদাতা, হুগলি: ভারতরত্ন ডঃ বিধান চন্দ্র রায়ের স্মরণে হুগলি জেলার রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিষড়া মাড়োয়ারি সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছা রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভা ও চাপদানী বিধানসভার বিধায়কদ্বয় যথাক্রমে ডঃ সুদীপ্ত রায় ও অরিন্দম গুঁইন।

 

উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপশংকর দত্ত সহ সকল কর্মীবৃন্দ ও নেতৃবৃন্দ। বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, একমাত্র তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে সব সময়ই থাকে।

%d bloggers like this: