অভিজিৎ হাজরা,হাওড়া : হাওড়া জেলার শ্যামপুর ২ নং ব্লকে হাওড়া বন বিভাগ ও ‘হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ’র শ্যামপুর ইউনিটের যৌথ উদ্যোগে বন্যপ্রাণ রক্ষা বিষয়ক এক সচেতনতা বার্তা প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হল। পদযাত্রাটি শ্যামপুর ২ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় অতিক্রম করে রূপনারায়ণ নদ তীরবর্তী শশাটি মন্দিরতলা এলাকা জুড়ে অনুষ্ঠিত হল। প্রচার পুস্তিকা বিতরণ, মাইকিং প্রচারের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা প্রচার করা হল।