নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: সম্প্রতি শিল্পী তরুণ সাহা, চন্দন পাল ও শুভ্রা পালের ব্যবস্থাপনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী পালিত হলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউটন বি-জোন টাউনশিপে। “ আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়” এই ভাবনায় ভাবিত হয়ে শিল্পীত্রয়ের এই প্রচেষ্টার শুভ সূচনা হয় বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলন করে।
পাঁচ ঘন্টার এই অনুষ্ঠান ভরে উঠেছিল কবির জীবনের নানা দিক নিয়ে আলোচনা, নজরুল গীতি, নৃত্য, আবৃত্তির মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের হাতে অনুষ্ঠানের শেষে হাতে নজরুল স্মারক তুলে দেন চন্দন পাল ও তরুণ সাহা।
সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী অন্তরা সিংহরায় ও লক্ষ্মী চ্যাটার্জী।
উপস্থিত ছিলেন আন্তরিক পত্রিকার সভাপতি অর্চনা সিংহরায়, কলি রায়, বৃষ্টি মুখার্জ্জী, স্মৃতিকণা তোপদার, কুহেলী চ্যাটার্জ্জী, শিবায়ন চ্যাটার্জ্জী, রেশমী ভৌমিক, শিল্পী সেনগুপ্ত, অঙ্কিত ঘোষ, মৃন্ময়ী রায় ও শিশু শিল্পী সায়ন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানে বিশেষ ছাপ ফেলে দেয় শিশুশিল্পী সায়ন ঘোষের অনুষ্ঠান।