অন্তরা সিংহরায়: কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার উদ্যোগে বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে সম্প্রতি ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে নজরুল স্মরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক ডাঃ ইয়ারনবী গায়েন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী, পৌরোহিত্য করেন কবি ও সাংবাদিক সাকিল আহমেদ। বর্তমান সময়ে কাজী নজরুল ইসলাম আজও কতটা প্রাসঙ্গিক সে প্রসঙ্গে আলোচনা করেন কবি প্রাণনাথ শেঠ, বঙ্কিম পুরস্কার পাওয়া সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক আবু রাইহান, কবি রফিক উল ইসলাম, সাংস্কৃতিক খবর সম্পাদক কাজল চক্রবর্তী, কবি সৌমিত বসু ও কবি তাপস রায়। কবি অরুণ কুমার চক্রবর্তী ও সাহিত্যিক রাধাপ্রসাদ ঘোষাল আলোকপাত করেন নজরুলের গান বিশেষ করে গজল, ইসলামী গান ও শ্যামা সংগীত নিয়ে। অনুষ্ঠানের শুরুতে কিছুদিন আগেই ঘটে যাওয়া করমন্ডল এক্সপ্রেসে নিহত যাত্রীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।