সাংস্কৃতিক মিলনমেলায় মাতলো একদল সাংস্কৃতিক কর্মী দুর্গাপুর এ জোনে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: বঙ্গ সংস্কৃতির উজ্জ্বল বহমান ধারাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে একদল সংস্কৃতিপ্রেমী মানুষ প্রখর গ্রীষ্মকে উপেক্ষা করে একত্র হয়েছিলেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পাঞ্চলের এ জোনে কবি লাকী চট্টরাজ ও সমাজসেবক বিজয় চট্টরাজের আমন্ত্রণে তাঁদের বাসভবনে। সম্পুর্ন ঘরোয়া অথচ এক মনোজ্ঞ সাংস্কৃতিক আড্ডায় এদিন মেতে উঠেছিলেন এই মানুষগুলি।

কবিদের কন্ঠে সঙ্গীত পরিবেশন ছাড়াও স্বরচিত কবিতা পাঠ, নৃত্য, সাহিত্য বিষয়ক আলোচনার ডালিতে সাজিয়ে তোলা এদিনের এই আড্ডায় সকলে মিলে একাত্ম হয়ে ভাবের জগতে একে অপরের সাথে মিলিত হয়ে, ভাবনা ধারা আদান প্রদানের করে নতুন সৃষ্টির সূচনা করার এক শুভ প্রচেষ্টা ছিল।

কবি লাকী চট্টরাজ ও সমাজসেবক বিজয় চট্টরাজের আমন্ত্রণে এদিনের আড্ডায় উপস্থিত ছিলেন কবি অন্তরা সিংহরায়, রঘুনাথ সিনহা, জয়ন্ত দত্ত, মালতি মণ্ডল, প্রিয়াঙ্কা মণ্ডল, কাকলি ধারা, চুমকি চক্রবর্তী, অনিন্দিতা ব্যানার্জ্জী, শান্তনু ভট্টাচার্য, অনন্যা ভট্টাচার্য প্রমুখ সহ শিশু শিল্পী প্রিয়দর্শিনী ভট্টাচার্য, অভিজ্ঞান  মণ্ডল ও হৃতিকা চক্রবর্তী। শিশুদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক মেল বন্ধনের এই প্রয়াসে শিশুদের পরিবেশনা ছিলো আকর্ষণীয়।

%d bloggers like this: