অভিজিৎ হাজরা, হাওড়া: গাঙ্গেয় অববাহিকায় হাওড়া জেলার অবস্থান। নদীর নিম্ন ভূমি রূপে নানা রিচ ওয়াটার বডির সৃষ্টি হয়েছে, সেই ভূমি রূপের আঞ্চলিক ভাষায় নাম “হাওড়” থেকেই সৃষ্টি হয়েছে জেলা হাওড়া। সভ্যতার বিকাশ কোন নদী, হ্রদ, জলকে কেন্দ্র করে বিকশিত হয়েছে। কিন্তু এই জেলার বিকাশ “হাওড়” কে কেন্দ্র করে। হাওড় এর আশে পাশে গড়ে উঠেছে জীব বৈচিত্র্যের বিকাশ। আর তা আহরণ করতে মানুষের বসতি, জন বিন্যাস, জীবন-জীবিকা, উন্নত সংস্কৃতি, সুখী জীবন, সুখী পরিবার। একটা সুন্দর উন্নত সমৃদ্ধ সমাজ।
কালের নিয়মে আজ হারিয়ে যাচ্ছে হাওড়। এলোমেলো হয়ে যাচ্ছে জন বিন্যাস, রোজ চলে যাচ্ছে হাওড় কে ঘিরে জীবিকার সুযোগ। সুখী পরিবার হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। আরও কতো কী? সুস্থ জীবনে রোজ থাবা বসাচ্ছে মারন ব্যাধি।
এই সব কিছু থেকে আলোর উৎস সন্ধানে হারিয়ে যাচ্ছে “হাওড়” হেরে যাচ্ছে হাওড়া শীর্ষক সম্প্রতি হয়ে গেলো এক আলোচনা সভা হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় উলুবেড়িয়া ইনস্টিটিউট এন্ড লাইব্রেরি গৃহে।