উত্তরণ অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড

নিজস্ব সংবাদদাতা: সংবাদ মাধ্যমের কাজ শুধুই সংবাদ পরিবেশন করা নয়, সমাজের সকল স্তরে সংবাদ মাধ্যম আজ ওতপ্রোত জড়িয়ে রয়েছে। সংবাদ মাধ্যমের সামাজিক কিছু দায়িত্ব ও কর্তব্য থেকেই এই সময়ের অন্যতম বৈদ্যুতিন মাধ্যম TV9 বাংলা ৩১ মে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করেছিল উত্তরণ অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ২০২৩।

রাজ্যের সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে বেছে নিয়ে সেরা প্রতিষ্ঠান গুলিকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হলো এদিন চ্যানেল এর পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসূ, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত সহ বিশিষ্ট লেখক নৃসিংহ প্রসাদ ভাদুড়ী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপস্থিত ছিলেন টিভি নাইন বাংলার বিজনেস হেড গৌতম সরকার, টিভি নাইন বাংলার ম্যানাজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য।

সরকারী ও বেসরকারী মিলিয়ে মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষের পুরস্কার তুলে দেওয়া হলো এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে।

পাশাপাশি, উত্তরণ অ্যাকাডেমিক এক্সেলেন্স এক্সপোর উদ্বোধন হল ১ জুন, বৃহস্পতিবার। এই এক্সপো চলবে আগামীকাল কাল শুক্রবার, ২ জুন পর্যন্ত। এক্সপোতে এবার যোগ দিয়েছে ভিন রাজ্যের বিশ্ববিদ্যালয়।  ছাত্রছাত্রীদের কেরিয়ারের দিশাও মিলছে এক্সপোর এই সব স্টল থেকে। রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল দিয়েছে এক্সপোতে।

%d bloggers like this: