তুলসীবেড়িয়াতে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী পালন

অভিজিৎ হাজরা, হাওড়া : হাওডা জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া বাজার প্রাঙ্গনে পার সংস্থার আযোজনে তুলসীবেড়িয়া বাজার কমিটির পরিচালনায় ও উলুবেডিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রবীন্দ্র ও নজরুল জন্ম জযন্তী উদযাপন উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির, আলোচনা সভা অঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।রবীন্দ্র ও নজরুল স্মরণ প্রতিকৃতিতে পুষ্প নিবেদন অতিথি বরণ সমবেত সঙ্গীত ও নৃত্য এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এলাকার প্রায় পঞ্চাশ জন চক্ষু পরীক্ষা শিবিরে অংশ নেন। আলোচনা সভায় রবীন্দ্র ও নজরুলের বিভিন্ন ঘটনাত্‍ ওপর আলোকপাত করেন পর্যাযক্রমে হাওডা জিলা পরিষদের উপাধক্ষ মদন মোহন মণ্ডল, জাতীয শিক্ষক সুচন্দন পোড়েল, কবি বুদ্ধদেব মান্না, পণ্ডিত বিভাষ চক্রবর্তী ,পীর রফিকুল ইসলাম খান, প্রবীর বেরা, মহম্মদ রফিক খান, পূর্ণচন্দ্র সামন্ত সহ আরো অনেকে। নৃত্য পরিচালনা করেন বুবাই অধিকারী, প্রিয়াসা পাঁজা ও সেখ লালচাঁদ।

%d bloggers like this: