চান ঘরে যাকে ছাড়া আমাদের একদমই চলে না

আজ ২৫ মে বিশ্ব তোয়ালে দিবস। বিশ্ব তোয়ালে দিবস নিয়ে সংবাদ প্রতিখনে লিখলেন সাংবাদিক কিশলয় মুখোপাধ্যায়

নব্বই দশকে বম্বে ডাইং এর টাওয়েলের বিজ্ঞাপন। যেখানে তোয়ালে সম্পর্কে কি লেখা আছে তাতে কারোর কোনও আগ্রহ ছিলোনা, সবাই দেখতো লিজা রে’কে। তখনকার যুবকদের ক্রাশ ছিল লিজা রে। আল ইজ ওয়েল গানে অমির খান, সরমন যোশি আর মাধবনের হোস্টেলে তোয়ালে পড়ে সিটি বাজিয়ে তুমুল নাচ গান। অথবা হর দিল যো প্যায়ার করেগা সিনেমায় হলুদ তোয়ালেতে প্রীতি জিন্টা ও রানী মুখার্জীকে দেখে তখনকার যুবকরা ‘দিল’ দিয়ে দিয়েছিল এদের দুজনকে। তবে সব থেকে মজার ছিল তনু ওয়েডস মনু সিনেমাতে যখন ছেলের বাড়ি থেকে কঙ্গনা রানাউতের বোনকে দেখতে এল। এখানে মূল কথাটি হল তোয়ালে। আজ ২৫ মে বিশ্ব তোয়ালে দিবস।

ইংরেজ লেখক ডগলাস অ্যাডামস (১১মার্চ ১৯৫২- ১১মে ২০০১) একটি বই লিখেছিলেন। দি হিচহাইকারস গাইড টু দি গ্যালাক্সি। বইটি প্রকাশিত হবার আগে রেডিও কমেডি রূপে ১৯৭৯ সালে বিবিসি রেডিও ৪ এ শোনা গিয়েছিল। এই গল্পে তিনি বলেছেন একজন মহাকাশচারীর পক্ষে তোয়ালে কতটা গুরুত্বপূর্ণ। শুধু মহাকাশ ভ্রমণে কেন যে কোন ভ্রমণেই তোয়ালে বা আমাদের দেশীয় সংস্করণ গামছা খুবই কাজের জিনিস। লেখক মাত্র ৪৯ বছর বয়সে মারা যান তার দু সপ্তাহ পর তাঁর ফ্যান ক্রিশ ক্যাম্পবেল ও তার বন্ধুরা http://www.towelday.org নামে একটি ওয়েবসাইট খোলেন। আর সেই বছরই অর্থাৎ  ২০০১ সাল থেকে প্রতি বছর টাওয়েল দিবস পালন করেন। এই জনপ্রিয় কল্পবিজ্ঞান বইটি থেকে ১৯৮১ সালে টিভি সিরিজ তৈরি হয়। প্রথম নাটক মঞ্চস্থ হয় লন্ডনের ইন্সিটিটিউট অফ কন্টেম্পোরারি আর্ট হলে। এরপর সিনেমা তৈরি হয় ২০০৫ সালে। তার আগে কমিকস বই ও টেক্সড বেসড কম্পিউটার গেম তৈরি হয়।

তোয়ালে হোক বা গামছা, বেশিরভাগ বলিউড বা দক্ষিনী বা যে কোন দেশী বা বিদেশী সিনেমায় তোয়ালে নিয়ে ‘সিন’ মানেই প্রাপ্তবয়স্ক গন্ধ। যাকে বলে স্ট্রিকলি ফর অ্যাডাল্ট। তাহলে এবার ইউ বা ইউনিভার্সালে আসা যাক। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ সিনেমাটি ২৩-২৪ মিনিট এগিয়েছে। হোটেলে ফিরে ত্রয়ী দেখে বিশ্বশ্রী গুণময় বাগচী স্নান করে তোয়ালে দিয়ে গা মুছছে। উপচে পড়ছে পেশীর সৌন্দর্য্য তথা দেহ সৌষ্ঠব। মুগ্ধ ফেলুদা, তোপসে আর লালমোহন বাবু। তারপর লালমোহন বাবুর সেই কৌতুহলী প্রশ্ন আচ্ছা আপনার হাতের গুলি সত্যিই ১৭ ইঞ্চি।

তোয়ালে বা গামছা ছাড়া আমাদের একদিনও চলেনা। চান ঘরে তোয়ালে বা গামছা চাইই-চাই।

%d bloggers like this: